ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে, জিম্বাবোয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ইংল্যান্ড ইনিংস এবং ৪৫ রানের অসাধারণ জয় ছিনিয়ে নিয়েছে। নিঃসন্দেহে এই ম্যাচের ফল নিয়ে আলোচনা চলছে, তবে যেটা এই ম্যাচে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হল হ্যারি ব্রুকের ‘সুপারম্যান ক্যাচ’। যে ক্যাচ মাঠে উপস্থিত সব প্লেয়ার, দর্শকদের একেবারে হতবাক করে দিয়েছে।
ব্রুক দুর্দান্ত ক্যাচটি নিয়ে জিম্বাবোয়ের ওয়েসলি মাধেভেরেকে সাজঘরের রাস্তা দেখান। আর হ্যারি ব্রুকের এই ক্যাচের পরেই জিম্বাবোয়ের দ্বিতীয় ইনিংস পুরোপুরি গুঁড়িয়ে যায়। প্রসঙ্গত, প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৬ উইকেটে ৫৬৫ রানে ইনিংস ঘোষণা করেছি। এর পর জিম্বাবোয়ে প্রথম ইনিংসে ২৬৫ রানে এবং দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে যায়।
ব্রুকের ক্যাচ দেখে চোখ কপালে সকলের
শনিবার (২৪ মে) জিম্বাবোয়ের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের হ্যারি ব্রুক একটি এমন ক্যাচ নিয়েছেন, যা ম্যাচের ফলের থেকেও বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে। বেন স্টোকসের বলে ওয়েসলি মাধেভেরের (৩১) দুরন্ত ক্যাচটি নেন ব্রুক। যা দেখে বিস্ময়ের ঘোর কাটছিল না বোলার স্টোকসের।
আসলে মাধেভেরের শটটি যখন দ্বিতীয় স্লিপের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, সেই সময়ে ব্রুক, বাতাসে লম্বা একটি লাফ দিয়ে বলটি একহাতে কার্যত চিলেরমতো ছোঁ মেরে ধরে ফেলেন। তিনি বাঁ-হাতে ক্যাচটি ধরেছিলেন। এমন অবিশ্বাস্য ক্যাচ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বেন স্টোকস। তিনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। এমন ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন যে, তিনি ব্রুককে জড়িয়ে ধরতেও ভুলে গিয়েছিলেন। এটি ব্রুকের জীবনের সেরা ক্যাচগুলির মধ্যে একটি হয়ে থেকে যাবে।
আর আউট হওয়ার জন্য একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন। মাধেভেরে এবং সিকান্দার রাজা (৬০) পঞ্চম উইকেটে ৬৫ রান যোগ করার আগে অধিনায়ক বেন স্টোকসের একটি বাউন্সিং ডেলিভারি মাধেভেরের ব্যাটের বাইরের প্রান্তে লেগে দ্বিতীয় স্লিপের উপর দিয়ে চলে যায় কিন্তু ব্রুক লম্বা লাফ দিয়ে অসম্ভব ক্যাচটি ধরে ফেলেন। এটা দেখে স্টোকস হতবাক হয়ে গেলেন। এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
বড় জয় পেয়েছে ইংল্যান্ড
এই টেস্ট ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড জ্যাক ক্রাউলি (১২৪ রান), বেন ডাকেট (১৪০ রান) এবং অলি পোপের (১৭১ রান) দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্য়ে ৬ উইকেটে ৫৬৫ রানে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে, জিম্বাবোয়ে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়ে যায় এবং ফলোঅন করায় ইংল্যান্ড। জিম্বাবোয়ের হয়ে ওপেনার ব্রেন বেনেট ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তিনি ছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি।
আরও পড়ুন: ভালো পারফরম্যান্স করার পরেও কেন বাদ শ্রেয়স? আগরকরের সাফ দাবি, ‘ওর কোন জায়গা নেই’
ইংল্যান্ডের হয়ে শোয়েব বশির সর্বোচ্চ তিনটি উইকেট নেন। অ্যাটকিনসন এবং স্টোকস দু'টি করে উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ম্যাচের তৃতীয় দিনে মাত্র ২৫৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। ইংল্যান্ডের হয়ে শোয়েব বশির ৬টি উইকেট তুলে নেন। তিনি এই ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন।