আকাশপথেই শুরু হল লেবার যন্ত্রনা। সৌভাগ্যবশত ফ্লাইটেই ছিলেন এক গায়েনকোলজিস্ট। তাঁর ও ইন্ডিগো কর্মীদের তৎপরতায় মাঝ আকাশেই ভূমিষ্ঠ হল ফুটফুটে শিশু। বুধবার সন্ধ্যেবেলায় দিল্লি-বেঙ্গালুরু 6E 122 ফ্লাইট এই বিরল ঘটনার সাক্ষী হল।

বিমানসংস্থা জানিয়েছে যে মা ও শিশু দুজনেই সুস্থ আছে। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ এই বিমান বেঙ্গালুরুর কেম্পাগৌড়া বিমানবন্দরে আসে। হুইলচেয়ারে করে সদ্য জন্ম দেওয়া মহিলাকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ছোটো শিশুটির সঙ্গে তখন ছবি তোলার জন্য হুড়োহুড়ি। পাইলট থেকে ক্যাবিন ক্রু, সবাই ছবি তুললেন সদ্যজাত শিশুর সঙ্গে। নিমেষেই সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

অনেকে প্রশ্ন করলেন, এই শিশুকে কি আজীবন বিনামূল্যে যাতায়াত করতে দেবে ইন্ডিগো। সে নিয়ে অবশ্য সংস্থা নীরব। কিন্তু যেভাবে দক্ষতার সঙ্গে ইন্ডিগোর কর্মীরা পরিস্থিতি সামলাছেন, সবার মুখে সেটার প্রশংসা। গর্ভবতী মহিলার প্রেগন্যান্সি ৩২ মাস না হওয়ায় আইন অনুযায়ী তাঁকে ফ্লাইটে উঠতে দিয়েছিল বিমানসংস্থা। কিন্তু সময়ের আগেই হল ডেলিভারি, তাও মাঝ আকাশে। তবে এই করোনা-কালেও সব কিছু নির্বিঘ্নে মিটে গিয়েছে, তাতেই স্বস্তিতে সবাই।