আন্দোলনরত 'যোগ্য' চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ফের কি একবার বৈঠকে বসতে চলেছেন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর 'বন্দি' চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার? তেমনই একটি সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
টিভি নাইন বাংলা অনুসার - আজ (মঙ্গলবার - ২২ এপ্রিল, ২০২৫) ফের একবার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে পারেন সিদ্ধার্থ। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার ও এসএসসি-র পক্ষ থেকে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের আশ্বাস দেওয়া হয়েছিল, এসএসসি কর্তৃপক্ষ যোগ্য ও অযোগ্য চাকরিপ্রাপকদের তালিকা প্রকাশ করবে।
সেই তালিকা গতকাল (সোমবার - ২১ এপ্রিল, ২০২৫) প্রকাশ করার কথা থাকলেও বাস্তবে তেমন কিছুই ঘটেনি। বরং, তালিকা প্রকাশ করা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এই অবস্থায় অবিলম্বে তালিকা প্রকাশের দাবিতে সোমবার থেকেই এসএসসি কার্যালয়ের সামনে বিক্ষোভে বসেন চাকরিহারারা। তাঁরা কাউকে কার্যালয় থেকে বেরোতে দেননি। যার ফলে অন্য আধিকারিকদের সঙ্গেই কার্যালয়ের ভিতর কার্যত 'বন্দি' হয়ে যান এসএসসি চেয়ারম্যান।
সোমবার তাঁর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হলেও তা ছিল নিষ্ফলা। এই অবস্থায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে এসএসসি চেয়ারম্য়ান ও তাঁর সহকর্মীরা অফিসে আটকে রয়েছেন। এই জটিলটা কাটাতে ফের দুই তরফেই বৈঠকে বসার তোড়জোড় শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে।
আরও দাবি করা হচ্ছে, এসএসসি-র পক্ষ থেকে শিক্ষা দফতরকে সংশ্লিষ্ট একটি তালিকা পাঠানো হবে। কিন্তু, সেই তালিকা পাঠানোর আগেই আন্দোলনকারীদের সঙ্গে এসএসসি চেয়ারম্যান কথা বলতে চান বলে সূত্রের তরফে দাবি করা হচ্ছে।