কলকাতার প্রাণকেন্দ্রে প্রচুর গুলিসহ ধরা পড়লেন এক ব্যক্তি। ধৃত রামকৃষ্ণ মাঝি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF। ধৃতের কাছ থেকে প্রায় ১২০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক অস্ত্রপাচারকারী অস্ত্র নিয়ে ধর্মতলা বাসস্ট্যান্ডে পৌঁছচ্ছে বলে আগে থেকে খবর ছিল। সেই খবর অনুসারে আগে থেকেই ধর্মতলা বাসস্ট্যান্ডে সাধারণ পোশাকে ওঁত পেতে বসেছিলেন কলকাতা পুলিশের STFএর আধিকারিকরা। রামকৃষ্ণ মাঝি নামে ওই ব্যক্তি বাস থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন তাঁরা। এর পর ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে প্লাস্টিকে মোড়া মুঠো মুঠো কার্তুজ। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মাঝিকে গ্রেফতার করেন আধিকারিকরা। তার কাছ থেকে প্রায় ১২০টি কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
ধৃতের কাছ থেকে একটি মেছেদার বাসের টিকিট পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত কোথা থেকে এত কার্তুজ পেল আর কাদের সে এই কার্তুজ পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
কলকাতার প্রাণকেন্দ্রে অস্ত্র বা কার্তুজ উদ্ধার ঘটনা নতুন নয়। এর আগেও ধর্মতলা বাসস্ট্যান্ড, শিয়ালদা স্টেশনের মতো জায়গায় অস্ত্র উদ্ধার হয়েছে। প্রাক্তন পুলিশ আধিকারিকরা বলছেন, সাধারণ মানুষের ভিড়ে মিশে অস্ত্র পাচার করা সহজ। তাই এই সব জনবহুল এলাকা ও গণপরিবহনকে বেছে নেয় পাচারকারীরা।