জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতির মাহাত্ম্য বহু। একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখেন, যদি কোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতির জায়গা ভালো থাকে। আর হাতে গোনা কয়েকদিন পরই রয়েছে দেবগুরু বৃহস্পতির মার্গী হওয়ার পালা। সোজা পথে চলে দেবগুরু বৃহস্পতি বহু রাশির জাতক জাতিকাদের লাভের মুখ দেখাতে চলেছেন। কারা কারা লাভবান হবেন, দেবগুরু বৃহস্পতির মার্গী রূপের জেরে? দেখে নেওয়া যাক তালিকা।
মেষ
দেবগুরু এই রাশিতে দ্বিতীয়ভাবে থাকবেন। এই রাশির ধন সম্পত্তির স্থানে দেবগুরুর অবস্থানের জেরে মেষ রাশির উরর শুভ প্রভাব পড়বে। জাতক জাতিকাদের জীবনে দারুন ভালো প্রভাব পড়তে আরম্ভ করবে। আকস্মিক টাকা পয়সা কিছু চলে আসতে পারে। চাকরিরতদের দারুন লাভ হবে। উন্নতির সঙ্গে সঙ্গে ভালো লাভও হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে বালোর দিকে যাবে। হঠাৎ করে হাতে টাকা আসবে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে।
কন্যা
নবমভাবে মার্গী হতে হতে চলেছেন গুরু। এরফলে এই রাশির জাতক জাতিকাদের বাম্পার লাভ হতে চলেছে। জীবনে নানান দিক থেকে প্রচুর আনন্দ উত্তেজনা আসত পারে। আপনর যে রণনীতি রয়েছে, যেকোনও কাজের জন্য, তা সফল হবে। আকস্মিক ধনলাভের যোগ তৈরি হবে। ভাগ্য ভাবে গুরু হবেন মার্গী। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। প্রেম জীবন ভালে থাকবে। ঘরোয়া সমস্যা কেটে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। সব ক্ষেত্র থেকে সাফল্য আসবে।
( 2025 long Weekends List: ২০২৫ সালে লম্বা উইকেন্ডের ছড়াছড়ি! ছুটি উপভোগ করতে রইল তারিখের লিস্ট)
বৃশ্চিক
বৃশ্চিকের এই অবস্থার জেরে জাতক জাতিকাদের সব দিক থেকে লাভ হবে। খুব টাকা পয়সা রোজগারের সুবিধা হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। গুরু বৃহস্পতি মার্গী হওয়ায় তা বিভিন্ন দিক থেকে লাভ দেবে। কর্মস্থলে সহকর্মীদের পুরো সমর্থন পাবেন কাজের ক্ষেত্রে। ব্যবসা ভালোর দিকে যাবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ পাবেন। ধনলাভের খুবই সুযোগ রয়েছে। প্রেম জীবন ভালো কাটবে।
কবে রয়েছে বৃহস্পকির মার্গী চাল?
আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে শুরু হবে বৃহস্পতির মার্গী চাল। ৪ ফেব্রুয়ারি, ২০২৫ সালে দুপুর ৩ টে ৯ মিনিট থেকে বৃহস্পতি সোজা চলতে থাকবেন। তার প্রভাব কিছু রাশিতে পড়বে।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)