Updated: 25 Apr 2020, 01:10 PM IST
HT Bangla Correspondent
শনিবার সকালে জম্মু-কাশ্মীরে গুলির লড়াইয়ে মারা গেল দুই জঙ্গি ও তাদের এক শাকরেদ। পুলওয়ামার অবন্তিপুরে মারা যায় জঙ্গিরা। তাদের পরিচয় বা কোন গোষ্ঠীর তারা সদস্য ছিল, সেটি এখনও জানা যায়নি।
পুলওয়ামার অবন্তিপুরের গোরিপোরা এলাকায় দুই জঙ্গিকে এদিন ঘিরে ফেলে নিরাপত্তাকর্মীরা। প্রতি ঘরে ঘরে গিয়ে তারা চিরুনি তল্লাশি চালাতে থাকে। বেগতিক দেখে গুলি চালায় জঙ্গিরা। কিন্তু বাঁচতে পারেনি তারা। দেখুন ভিডিও।