আইপিএল ২০২৫ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। বাড়ানো হল আইপিএলের অতিরিক্ত অপেক্ষার সময়। এখন থেকে আইপিএল-এর সব ম্যাচেই অতিরিক্ত অপেক্ষার বাড়তি সময় আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আইপিএলের ম্যাচ শুরুতে বিলম্ব হলে বরাদ্দ অতিরিক্ত অপেক্ষার সময় এক ঘণ্টা থেকে বাড়িয়ে দুই ঘণ্টা (১২০ মিনিট) করেছে। মঙ্গলবার (২০ মে) থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে এবং এটি সব আইপিএল ম্যাচেই প্রযোজ্য হবে। আগে শুধুমাত্র প্লে-অফ ম্যাচে ১২০ মিনিট সময় বরাদ্দ থাকত, আর লিগ ম্যাচে ছিল মাত্র ৬০ মিনিট।
বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘এর আগে ম্যাচ প্লেয়িং কন্ডিশন অনুসারে, লিগ ম্যাচগুলোর ক্ষেত্রে খেলা শুরুতে দেরি হলে সর্বোচ্চ ৬০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকত। তবে প্লে-অফ ম্যাচে এই সময়সীমা ছিল ১২০ মিনিট। বর্তমান আবহাওয়া পরিস্থিতি ও পরিবর্তিত সূচির প্রেক্ষিতে আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে ২০ মে ২০২৫ থেকে কার্যকরভাবে সব আইপিএল ম্যাচেই (লিগ এবং প্লে-অফ উভয়) ম্যাচ শুরু করার জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।’
আরও পড়ুন … বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করব না… ভক্তের বার্তা দেখেই কি লিটনরা UAE-র কাছে হেরে গেল?
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আপনারা অবগত আছেন যে আইপিএল একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার শুরু হয়েছে। এই বিরতির কারণে আইপিএলের সমাপ্তি এখন নির্ধারিত হয়েছে ৩ জুন, ২০২৫-এ। আগাম বর্ষা শুরু এবং দীর্ঘায়িত আইপিএল মরশুমের ফলে বেশ কিছু ম্যাচ বৃষ্টির কারণে প্রভাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সেই কারণেই ম্যাচের প্লেয়িং কন্ডিশনের নিয়মে পরিবর্তন আনা হয়েছে।’ বিসিসিআই স্পষ্ট করেছে যে, ‘তদনুসারে, আইপিএল ২০২৫ মরশুমের জন্য শুধুমাত্র ক্লজ ১৩.৭.৩ সংশোধন করা হয়েছে।’
আরও পড়ুন … ইংল্যান্ডের টেস্ট মরশুম শুরুর আগেই চাপে স্টোকস অ্যান্ড কোম্পানি! বড় পরীক্ষার আগে সামনে জিম্বাবোয়ে
মঙ্গলবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইপিএল ২০২৫ মরশুমের বহুল প্রতীক্ষিত প্লে-অফ পর্বের সময়সূচি ও ভেন্যু। ঘোষণায় জানানো হয়েছে ইডেনের পরিবর্তে আইকনিক আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৩ জুন অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল।
আরও পড়ুন … সে নিজেই স্বীকার করবে যে এ মরশুমটা তাঁর… IPL 2025-এ ঋষভ পন্তের পারফরমেন্স নিয়ে মুখ খুললেন মিচেল মার্শ
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই-এর সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন, প্লে-অফ পর্ব শুরু হবে বৃহস্পতিবার, ২৯ মে নিউ চণ্ডীগড়ের নিউ পিসিএ স্টেডিয়ামে কোয়ালিফায়ার ১ ম্যাচের মধ্য দিয়ে, যেখানে মুখোমুখি হবে লিগ পর্বের শীর্ষ দুই দল। এরপর একই ভেন্যুতে শুক্রবার, ৩০ মে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। যেখানে লড়বে লিগ টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল।
এরপর প্লে-অফের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আমদাবাদে। কোয়ালিফায়ার ১-এ পরাজিত দল ও এলিমিনেটর জয়ী দলের মধ্যকার কোয়ালিফায়ার ২ ম্যাচটি হবে রবিবার, ১ জুন। আর মরশুমের চূড়ান্ত লড়াই অর্থাৎ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ৩ জুন, একই ভেন্যু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।