MCA reschedules T20 Mumbai League 2025: মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) মঙ্গলবার (২০ মে) ঘোষণা করেছে যে টি টোয়েন্টি মুম্বই লিগ ২০২৫-এর পুনঃনির্ধারিত সূচি। নয় দিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৪ জুন থেকে ১২ জুন পর্যন্ত। যেখানে ম্যাচগুলোর ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে মুম্বইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ডিওয়াই পাতিল স্টেডিয়াম।
এই লিগের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে আইপিএল ২০২৫-এর সম্প্রসারিত মরশুমের কারণে, যা জাতীয় স্বার্থের বিবেচনায় সময়সূচি বদলের ফলে প্রভাবিত হয়েছে। প্রতিদিন অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ— দুইটি ওয়াংখেড়ে ও দুইটি ডিওয়াই পাতিলে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ২:৩০ এবং রাত ৭:৩০-এ, আর ডিওয়াই পাতিলে ম্যাচ শুরু হবে সকাল ১০:৩০ এবং বিকেল ৫:৩০-এ।
আরও পড়ুন … বৃষ্টির কারণে IPL 2025 নিয়ে BCCI-এর বড় সিদ্ধান্ত! বদলে দেওয়া হল এই নিয়ম
এমসিএ সচিব অভয় হাডাপ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘টি টোয়েন্টি মুম্বই লিগ ২০২৫-এর সময়সূচি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে এমসিএ অ্যাপেক্স কাউন্সিল ও লিগ গভর্নিং কাউন্সিলের আলোচনার ভিত্তিতে। জাতীয় স্বার্থে এবং আইপিএলের সঙ্গে ওভারল্যাপ এড়াতে আমরা মনে করেছি মুম্বইয়ের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি সম্পূর্ণ ও উপভোগ্য সময়জুড়ে স্থানীয় ক্রিকেটারদের খেলা দেখার সুযোগ তৈরি করা জরুরি। ছয় বছর পর ফিরে আসা এই লিগে আমরা নিশ্চিত যে নতুন কিছু উদীয়মান তারকা উঠে আসবে, যারা মুম্বইয়ের ঐতিহ্যবাহী ক্রিকেট ইতিহাসকে এগিয়ে নিয়ে যাবে।’
টি টোয়েন্টি মুম্বই লিগ, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি২০ প্রতিযোগিতা, এবারে ২৩টি রোমাঞ্চকর ম্যাচ নিয়ে ফিরছে। জাতীয় দলের পরিচিত মুখদের পাশাপাশি খেলবেন মুম্বইয়ের উদীয়মান প্রতিভাবান ক্রিকেটাররা।
আরও পড়ুন … বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করব না… ভক্তের বার্তা দেখেই কি লিটনরা UAE-র কাছে হেরে গেল?
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে শিবম দুবেকে নিয়ে গঠিত ARCS আন্দেরি এবং শ্রেয়স আইয়ারের SoBo মুম্বই ফ্যালকনস। একই দিনে একই মাঠে দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ট্রায়াম্ফ নাইটস মুম্বই নর্থ ইস্ট মুখোমুখি হবে ঈগল থানে স্ট্রাইকার্স-এর বিরুদ্ধে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই দিনই অনুষ্ঠিত হবে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস বনাম মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস, এবং বান্দ্রা ব্লাস্টার্স (অজিঙ্ক রাহানে) বনাম নর্থ মুম্বই প্যান্থারস (পৃথ্বী শ)।
আরও পড়ুন … ইংল্যান্ডের টেস্ট মরশুম শুরুর আগেই চাপে স্টোকস অ্যান্ড কোম্পানি! বড় পরীক্ষার আগে সামনে জিম্বাবোয়ে
প্রতিটি দল লিগ পর্বে পাঁচটি করে ম্যাচ খেলবে। শীর্ষ ৪ দল উঠবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১০ জুন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ জুন একই স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য যথাক্রমে ১১ জুন ও ১৩ জুন বরাদ্দ রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।
ছয় বছর পর ফিরতে চলেছে টি২০ মুম্বই লিগের তৃতীয় আসর। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল। নর্থ মুম্বই প্যান্থারস, ARCS আন্দেরি, ট্রায়াম্ফ নাইটস মুম্বই নর্থ ইস্ট, বান্দ্রা ব্লাস্টার্স, ঈগল থানে স্ট্রাইকার্স, আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস, SoBo মুম্বই ফ্যালকনস এবং মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস। এই দলগুলোর মধ্যে হবে ট্রফির জন্য হাড্ডাহাড্ডি লড়াই।