মকরসংক্রান্তি ২০২২: 'লোহরি' তে ভাঙড়ায় মাতলেন সেনা জওয়ানরা, অসম মাতল বিহুতে
মকর সংক্রান্তি উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের উৎসব পালিত হচ্ছে। পঞ্জাব আজ মেতেছে 'লোহরি' উৎসবে। উৎসবের রেশ ধরে দেশের সেনা জওয়ানরাও মাতলেন ভাঙড়ার তালে। উত্তরকাশীতে ভাগীরথী নদীতে চলল দেব-ডোলি স্নান পর্ব। এদিকে, অসম এই পার্বন ঘিরে মেতে রয়েছে মাঘ-বিহুর ছন্দে।