বাংলা নিউজ >
দেখতেই হবে > দেশের জন্য, দশের সেবায়-লকডাউনের মধ্যে এক মাসের শিশুকে নিয়েই কাজে যোগ দিলেন আমলা
দেশের জন্য, দশের সেবায়-লকডাউনের মধ্যে এক মাসের শিশুকে নিয়েই কাজে যোগ দিলেন আমলা
Updated: 14 Apr 2020, 05:10 PM IST HT Bangla Correspondent যেভাবে রাজ্যে রাজ্যে কর্মীরা দিন-রাত এক করে লকডাউনের মধ্যে মানুষের জন্য কাজ করছেন, তার প্রশ্ংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এবার নিজের কাজের প্রতি একনিষ্ঠতার এক নয়া দৃষ্টান্ত স্থাপন করলেন অন্ধ্র্প্রদেশের এক আমলা। আইএস অফিসার গুমুল্লা শ্রীজনা নিজের মেটারনিটি লিভ পুরোটা না নিয়েই কাজে যোগ দিয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাত্র ২২ দিনের মধ্যেই অফিসে চলে এসেছেন শ্রীজনা। কোলে বাচ্চা নিয়েই করোনার মোকাবিলায় রত এই কোভিড যোদ্ধা। শ্রীজনার কথায় এই সময় প্রশাসনের পাশে দাঁড়ানোই ছিল সবচেয়ে জরুরি।