শ্রীরামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উৎসব, বেলুড়ে ভক্ত সমাগম
Updated: 01 Mar 2025, 08:06 PM IST Laxmishree Banerjee ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উৎসব উপলক্ষে ভোর থেকেই বেলুড় মঠে উপচে পড়ছে ভিড়। জানা গিয়েছে, ভোর সাড়ে পাঁচটায় মূল মন্দিরে ঠাকুরের মঙ্গলারতীর মধ্যে দিয়ে যে পুজোর সূচনা হয়। সকালে ঊষা কীর্তন করা হয়। এরই পাশাপাশি মূল মন্দিরের ডানদিকে অস্থায়ী মঞ্চে ভক্তিগীতি স্তবগান, বেদ পাঠ, কথামৃত পাঠ, দুপুর ৩:৫০ মিনিটে ধর্মসভা ও সন্ধ্যায় সন্ধ্যা আরতির মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি উদযাপিত হবে।