'৫ নম্বর স্বপ্নময় লেন' দেখে আকুল কান্না দর্শকদের, কে কী বলছেন?
Updated: 24 Dec 2024, 06:43 AM IST সম্পাদনা করেছেন Ranita Goswami বক্স অফিসে 'খাদান' 'সন্তান' দের দাপট। তবে তার মাঝেও মন্দ ব্যবসা করছে না বাকি দুটি ছবি। ইতিমধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে পরিচালক মানসী সিনহার ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'। সিনেমাটি দেখতে গিয়ে বহু দর্শকই অভিভূত। পুরনো বাড়ি, কত-শত স্মৃতি আর শৈশব ফিরে পাওয়ার এই গল্প নস্টালজিক করে তুলেছে বহু দর্শককে। অনেকেই '৫ নম্বর স্বপ্নময় লেন' দেখতে এসে আবেগে ভাসলেন, কেউ কেউ আবার আবেগ সামলাতে না পেরে কেঁদেও ফেললেন।