অলিম্পিক্সে পদক জেতার পর প্রথম সাক্ষাত্কার। আর তাতেই একটু বেশি উত্তেজিত হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার সাঁতারু কাইলি ম্যাককেউন। টুক করে বলে বসলেন F দিয়ে শুরু হওয়া চার অক্ষরের শব্দটি।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
১০০ মিটারের ব্যাকস্ট্রোক ফাইনাল ৫৭.৪৭ সেকেন্ডে শেষ করেন কাইলি। এটা অলিম্পিকে নতুন রেকর্ডও বটে। কানাডার কাইলি মাস্যের থেকে মাত্র ০.০২ সেকেন্ড কম সময়ের জন্য প্রথম স্থান পান তিনি।
স্বাভাবিকভাবেই ভীষণ খুশি হয়ে যান তিনি। অলিম্পিক্সের মতো ইভেন্টে স্বর্ণপদক যে কোনও অ্যাথলিটের কাছেই সর্বোচ্চ পুরস্কার। এতদিনের পরিশ্রম সফলের আনন্দে আত্মহারা হয়ে যান অস্ট্রেলিয়ান সাঁতারু। এরপরেই এক সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেন, 'আপনি আপনার মা ও বোনকে কী বলতে চান?' তার উত্তরে কাইলি বলেন, 'F*** Yeah!'
এদিকে বলার সঙ্গে সঙ্গেই তিনি বুঝতে পারেন যে লাইভ টেলিভিশনে এমনটা বলা মোটেও ঠিক নয়। তার উপর অলিম্পিকের মতো ইভেন্টে! একটু যেন অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। তবে তাঁর এই মন্তব্যে বেশ মজাই পেয়েছেন সাংবাদিক। তাঁকে হাসতে শোনা যায়। মজা পেয়েছেন নেটিজেনরাও। অনেকেই বলছেন, 'তুমি যদি অলিম্পিকে সোনা জিতে থাক, সেক্ষেত্রে যা খুশি বলার অধিকার তুমি অর্জন করে নিয়েছ বলে ধরে নিতেই পার।'
এমন প্রতিক্রিয়ায় আপনার কেমন লাগল? টোকিয়ো অলিম্পিক্স ফলো করছেন তো? অলিম্পিক্স-এর সমস্ত আপডেট পেতে অবশ্যই ফলো করুন আমাদের পেজ HT Bangla ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।