MS Dhoni's CSK mistake in IPL 2025: রবিবার ওয়াংখেড়েতে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৯ উইকেটে হেরে চলতি আইপিএল ২০২৫ মরশুমে ষষ্ঠ পরাজয়ের মুখ দেখল চেন্নাই সুপার কিংস (CSK)। এই পরাজয়ের ফলে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে রয়ে গেল ধোনির দল এবং প্লে-অফে যাওয়ার দৌড়ে যেই দল গুলো রয়েছে সেই দৌড় থেকে ছিকটে যাওয়ার পথে রয়েছে চেন্নাই। বাদ পড়ার দল হিসাবে লাইনে প্রথম দিকে CSK দাঁড়িয়ে রয়েছে।
MI-এর বিরুদ্ধে CSK-এর এই হারের পর চেন্নাইয়ের মরশুমের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সময়ে দলের প্রাক্তন CSK খেলোয়াড় ও ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুরেশ রায়না এবং হরভজন সিং দলটির নিলামের কৌশল নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন … সঞ্জু-শ্রেয়সকে পিছনে ফেললেন পন্ত! কী করে সূর্যের আগে হার্দিক? BCCI Annual Player Contracts নিয়ে বিতর্ক
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন সহ-অধিনায়ক সুরেশ রায়না বলেন, পাঁচবারের চ্যাম্পিয়নরা আসলে আগের বছরের নভেম্বরে অনুষ্ঠিত নিলামেই অর্ধেক লড়াই হেরে গিয়েছিল। তারা ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলের মতো খেলোয়াড়দের দিকে না গিয়ে ভুল করেছিল।
আরও পড়ুন … অভিষেক নায়ারের ফেরায় কি বদলাবে KKR-এর ব্যর্থতার ছবি? GT-র বিরুদ্ধে নামার আগে বড় ইঙ্গিত
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হারের পরে রায়না বলেন, ‘আমার মনে হয় কোথাও না কোথাও CSK ভালো নিলাম করেনি। এত প্রতিভাবান খেলোয়াড়, এত তরুণ ছিল নিলামে। তারা কোথায়? এত টাকা নিয়ে গিয়েছিলেন নিলামে। ঋষভ পন্তকে ছাড়লেন, শ্রেয়স আইয়ারকে ছাড়লেন, রাহুলকেও। আমি কখনও চেন্নাইকে এমনভাবে সংগ্রাম করতে দেখিনি।’
আরও পড়ুন … প্রাণ হাতে নিয়ে বাংলাদেশ ছেড়েছিলাম, ভয়ঙ্কর ঘটনা ফাঁস প্রাক্তন কোচের
হরভজন সিং, যিনি ধারাভাষ্য কক্ষে উপস্থিত ছিলেন, তিনিও সুরেশ রায়নার কথার সঙ্গে একমত হয়ে চেন্নাইয়ের ট্যালেন্ট স্কাউটদের দিকে আঙুল তোলেন। হরভজন সিং বলেন, ‘CSK খুব বড় একটি দল। যখন তারা নিলামে গিয়েছিল, তখন তাদের হাতে সেই অপশন ছিল এসব খেলোয়াড় নেওয়ার। এমনকি তরুণদের মধ্যেও তেমন কেউ উঠে আসেনি যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। যাঁরা ট্যালেন্ট হান্ট করেন, তাদেরও বসিয়ে জিজ্ঞেস করা উচিত, ভাই, কী তথ্য দিয়েছিলে যার উপর ভিত্তি করে আমরা এসব খেলোয়াড়কে বেছে নিয়েছিলাম?’
চেন্নাই আগামী ২৫ এপ্রিল ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে, এরপর ৩০ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। প্লে-অফে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে হলে, চেন্নাইকে বাকি সব ম্যাচেই জিততে হবে। যার ফলে তাদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ১৬। শুধু তাই নয়, নেট রান রেট বাড়ানোর জন্য বড় ব্যবধানে জেতাও হবে অত্যন্ত জরুরি।