দেখতে একেবারে সাধারণ ট্রলির মতো। আর সেই ট্রলির হাতলেই লুকানো ছিল ৬৪ লাখ বিদেশি মুদ্রা। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে এক যাত্রীর ব্য়াগে তল্লাশি চালিয়ে এই বিপুল বিদেশি মুদ্রার খোঁজ পায় সিআইএসএফ। সিআইএসএফ সূত্রে খবর,ইউরো ও নিউজিল্যান্ডের মুদ্রা ট্রলি ব্যাগের হাতলের মধ্যে লুকানো ছিল। ঠিক কীভাবে এটি ধরা পড়ল?
সূত্রের খবর, শনিবার এক যাত্রীর ব্যাগ পরীক্ষা করে দেখছিল সিআইএসএফ। চেক ইন এরিয়াতে ওই যাত্রীর গতিবিধির দেখেও কিছুটা সন্দেহ হয় । পরে এক্স-রে মেশিনে তার ট্রলি নিয়ে আসতেই আসল কথাটা সামনে আসে। সুরিন্দর সিং রিহাল নামে ওই যাত্রী থাই এয়ারলাইন্সের ফ্লাইটে ব্যাঙ্ককে যেতে চাইছিলেন। এদিকে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চেকিংয়ের সময় ট্রলির হ্যান্ডেল দেখে সন্দেহ হয় কর্তব্যরত সিআইএসফের। এরপর তাঁরা ব্যাগটিতে তল্লাশি চালানো হয়। এরপর কাস্টমস আধিকারিকদের গোটা বিষয়টি জানানো হয়। ওই যাত্রীর শরীরেও তল্লাশি চালানো হয়। এদিকে বিমান সংস্থার পক্ষ থেকেও নথিপত্র জনিত কিছু সমস্যার জেরে তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।
এদিকে গোটা বিষয়টি নিয়ে কাস্টমস আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিআইএসএফ। এরপর সিআইএসএফের ইনটেলিজেন্সের স্টাফরা ওই যাত্রীকে আটকে দেন। তাঁর লাগেজে তল্লাশি চালানো হয়। তখনই দেখা যায় তার দুটি ট্রলির হ্যান্ডেলে প্রচুর বিদেশি মুদ্রা রাখা রয়েছে। ইউরো ও নিউজিল্যান্ডের মুদ্রা রাখা ছিল ট্রলির হাতলে। তবে এই বিপুল বিদেশি মুদ্রা রাখার পেছনে কোনও বিশেষ কারণ ওই যাত্রী দেখাতে পারেননি।
সব মিলিয়ে ৬৪ লাখ বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে ওই যাত্রীর কাছ থেকে। এরপর পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য কাস্টমসের হাতে ওই যাত্রীকে তুলে দেওয়া হয়।
সূত্রের খবর, ট্রলির হ্যান্ডেলের মধ্যে রাখা ছিল বিপুল বিদেশি মুদ্রা। সেই ট্রলি পরীক্ষা করতেই পর্দাফাঁস হয়ে গেল। এরপর সিআইএসএফের পক্ষ থেকে ওই হ্যান্ডেল থেকে বের করা হয় নোটগুলিকে। সেগুলিকে একেবারে রোল করে রাখা ছিল হ্য়ান্ডেলের মধ্যে। প্রথমে এক্স- রে মেশিনেই সেটা ধরা পড়ে যায়। পরে সেই হ্যান্ডেলটিকে বিশেষ উপায়ে খুলে ফেলেন আধিকারিকরা। সেখানেই দেখা যায় অত্যন্ত কৌশলে ওই বিদেশি মুদ্রা ভেতরে রেখে দেওয়া হয়েছে। তিনি কেন এভাবে নোট নিয়ে যাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup