North Sentinel Island: তাদের রাজ্যে পা দিলেই মৃত্যু! ভারতের এই দুর্গম স্থানে প্রথম যান এক বঙ্গতরুণীই, তারপর… Updated: 07 Apr 2025, 08:00 PM IST Sanket Dhar Most Isolated Place In The Earth: পৃথিবীর অনেক স্থানেই মানুষ এখনও পর্যন্ত পা রাখতে পারেননি। কিন্তু ভারতেই রয়েছে এমন একটি স্থান, যেখানে পা রাখলে মৃত্যু অবধারিত। আধুনিক সভ্যতা সেখানে প্রবেশ করতে ভয় পায় আজও।