শুরু হয়ে গেল ২০২৫। কিন্তু নস্ত্রাদামুস বলুন বা বাবা ভাঙ্গা সকলেই জানিয়েছেন যে ২০২৫ সালটা বিশেষ ভালো যাবে না। উত্তপ্ত হবে বিশ্বের পরিবেশ, লাগতে পারে বিশ্বযুদ্ধ। এবার সেই একই কথা শোনা গেল জীবিত নস্ত্রাদামুস নিকোলাস আউজুলার গলায়। ২০২৫ নিয়ে কী কী ভবিষ্যদ্বাণী করলেন তিনি?
আরও পড়ুন: হার্দিকের সঙ্গে বিচ্ছেদের বছর ঘোরেনি, এর মধ্যেই ২০২৫-এর থেকে 'ভালোবাসা' চাইলেন নাতাশা! আর কী বললেন?
কে এই নিকোলাস নস্ত্রাদামুস?
নিকোলাস আউজুলা হলেন লন্ডনের বাসিন্দা। তিনি পেশায় একজন হিপনোথেরাপিস্ট। বয়স ৩৮। তিনি নিজেই জানিয়েছেন তিনি ইজিপ্টের রানি ছিলেন এক জন্মে। কোনও জন্মে চিনে দর্জির কাজ করেছেন, কখনও হিমালয়ে সাধিকা হয়ে ঘুরেছেন। আফ্রিকায় ডাইনি হয়ে জন্মান। সিংহ হয়েও জন্মেছেন একবার। কিশোরবেলাতেই নিকোলাস বুঝতে পারেন তাঁর এই বিশেষ গানের কথা।। কোমায় ছিলেন তিনি কদিন। সেখান থেকে বেরোনোর পর এই গুণের কথা অনুভব করেন।
২০১৮ সালে তিনি করোনা নিয়ে একেবারে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন। এবার আবার ২০২৫ নিয়ে ভবিষ্যৎবাণী করলেন। এখনও পর্যন্ত তাঁর বলা অনেক কথাই সত্য হতে দেখা গিয়েছে। তাই তাঁকে জীবিত নস্ত্রাদামুস বলা হয়।
জীবিত নস্ত্রাদামুস নিকোলাস কী জানিয়েছেন ২০২৫ নিয়ে?
ইতিমধ্যেই বাবা ভাঙ্গার ২০২৫ সাল নিয়ে ভবিষ্যদ্বাণী রীতিমত ভাইরাল। এবার জেনে নিন কী বলেছেন জীবিত নস্ত্রাদামুস। দুজনের কথা কি মিলল? দ্য মিররের একটি রিপোর্টে নিকোলাস আউজুলার ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে আনা হয়েছে।
নিকোলাস তথা জীবিত নস্ত্রাদামুস জানিয়েছেন, '২০২৫ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। ভালোবাসা, অনুকম্পা, অনুভূতির কোনও জায়গা থাকবে না। ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে মানুষ মানুষকে খুন করবে। রাজনৈতিক খুন হবে একাধিক জায়গায়। খারাপ, হিংসা ছড়াবে।'
একই সঙ্গে তিনি জানিয়েছেন বিজ্ঞান নতুন নতুন দিশা, আবিষ্কার করবে। বাড়বে প্রাকৃতিক দুর্যোগও। ২০২৫ সালে নাকি ল্যাবরেটরিতে বানানো যাবে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ। কিন্তু সেই কাজ বিশেষ ভাবে এগোতে পারবে না অতিরিক্ত বৃষ্টির কারণে। বন্যা হবে। এই বছর এত বৃষ্টি হবে যাতে বহু বাড়ি ঘর নষ্ট হবে। বহু মানুষ বাড়ি ছাড়া হবে। শুধুই কি তাই? বাড়বে সমুদ্রের জলস্তর। বহু শহর চলে যাবে শহরের তলায়।
আরও পড়ুন: মেষ থেকে মীন, বৃষ থেকে বৃশ্চিক: ২০২৫-এ কোন রাশির জন্য কোন রং শুভ?
ব্রিটেনের প্রধানমন্ত্রীর পতন হবে। একই সঙ্গে বিশ্বজুড়ে দেখা দেবে ইনফ্লেশন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, নিকোলাস আউজুলা যা যা বলেছেন তার অধিকাংশই মিলে গিয়েছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর সঙ্গে। কিন্তু এগুলো বাস্তবে ফলে কিনা সেটা ২০২৫ নিজেই প্রমাণ করবে। সময় উত্তর দেবে।