Chhaava Box Office: বক্স অফিসে ৬০০ কোটি ছুঁয়ে ইতিহাস গড়ল ছাবা! বলিউডের শীর্ষ ১০ তালিকায় কোথায়?
2 মিনিটে পড়ুন Updated: 21 Apr 2025, 11:30 PM IST- -এর তথ্য অনুযায়ী ছাবা এখনও ৬০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেনি, তবে প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। হিন্দি ছবির শীর্ষ ১০ তালিকা দেখুন এখানে:
মাইলফলক অতিক্রমের উদযাপন
এদিকে ভিকির বাবা শ্যাম কৌশল ছবির একটি পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘৬০০ নট আউট, ছাবা ৬০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। পুষ্পা ২ (হিন্দি) এবং স্ত্রী ২-এর পর ছাবা এই সাফল্য অর্জনকারী তৃতীয় ছবি। সর্বকালের ব্লকবাস্টার। ছাবাকে এত ভালোবাসার জন্য ঈশ্বর এবং সকলের কাছে কৃতজ্ঞ।’