বলিউড সুপারস্টার সলমন খানের বিরুদ্ধে ‘লভযাত্রী- আ জার্নি অফ লভ’ ছবি সংক্রান্ত সমস্ত মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। এত জেরে বাতিল হয়ে গেল অভিনেতার বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর ও অপরাধজনিত অভিযোগ।আলোচ্য ছবিটির শ্যুটিং করতে গিয়ে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে, এই অভিযোগে বিহার ও গুজরাতে ছবির নায়ক তথা প্রযোজক সলমনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।ছবিটির প্রাথমিক নামকরণ ‘লভরাত্রি’ করা হলেও হিন্দু পার্বন নবরাত্রির সঙ্গে মিল থাকায় তা দক্ষিণপন্থী সংগঠনগুলির কোপে পড়ে। এরপরে ছবির নাম পাল্টে ‘লভযাত্রী’ করেন নির্মাতারা।গত সেপ্টেম্বর মাসে মামলা থেকে অন্তর্বর্তীকালীন রেহাই দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, সলমনের বিরুদ্ধে ওই ছবি সংক্রান্ত মামলায় কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। নির্দেশে ছবিটির কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদের (সিবিএফসি) শংসাপত্র রয়েছে বলে উল্লেখ করে আদালত। ওই একই যুক্তি দর্শিয়ে মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সলমনও।গত সপ্তাহে মামলাটির শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ মন্তব্য করে যে, ছবিটি ইতিমধ্যে দেশজুড়ে প্রদর্শিত হয়েছে। এরপরেই সলমন খানের বিরুদ্ধে ছবি সংক্রান্ত মামলাগুলি খারিজের নির্দেশ দেয় শীর্ষ আদালত।