সদ্যই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি কিলবিল সোসাইটি। হাতে রয়েছে একগুচ্ছ কাজ। এর মধ্যেই নতুন ছবির পরিকল্পনা জানালেন সৃজিত মুখোপাধ্যায়। আবারও ক্রাইম থ্রিলার আনার পরিকল্পনা করছেন পরিচালক। তাও মহিলা সিরিয়াল কিলার কেন্দ্রিক! মুখ্য ভূমিকায় দেখা যাবে কাকে?
আরও পড়ুন: ‘পূর্ণা’কে জীবনমুখী করতে গিয়ে গোটা প্রজন্মকে প্রেম করতে শেখালেন সৃজিত! কেমন হল কিলবিল সোসাইটি?
কী ঘটেছে?
সৃজিত মুখোপাধ্যায় বরাবরই থ্রিলার বানাতে সিদ্ধহস্ত। নিজেই তাঁর সদ্য মুক্তি পাওয়া কিলবিল সোসাইটিতে সেটা নিয়ে মশকরাও করেছেন। তবুও তাঁর উপহার দেওয়া ২২ শে শ্রাবণ থেকে শুরু করে ভিঞ্চি দা, দশম অবতার বা দ্বিতীয় পুরুষ যে বাংলা সিনেমার অন্যতম সেরা সমস্ত থ্রিলার সেটা বলাই যায়। এবার সেই দলে আরও একটি ছবি যুক্ত করার পরিকল্পনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। ভালো করে বললে মহিলা সিরিয়াল কিলার নিয়ে ছবি করার ভাবছেন তিনি। এমনটাই সম্প্রতি তিনি আজকালকে জানিয়েছেন। আর সেই ছবিতে মুখ্য ভূমিকায় তিনি ভেবেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ফলে এটা যদি আগামীতে বাস্তবায়িত হয় তবে টেক্কা ছবিটির পর সৃজিতের পরিচালনায় ফের তাঁদের একত্রে কাজ করতে দেখা যাবে।
কিন্তু মহিলা সিরিয়াল কিলার হিসেবে কেন স্বস্তিকা মুখোপাধ্যায়কেই ভেবেছেন সৃজিত? এই বিষয়ে পরিচালক জানিয়েছেন, 'অভিনয়ের প্রতিমা হলেন স্বস্তিকা। ওঁর মতো অভিনেত্রীর উপর পরিচালক হিসেবে চোখ বুজে ভরসা করা যায়।' হঠাৎ মহিলা সিরিয়াল কিলার নিয়েই বা ছবি কেন? এই প্রশ্নের উত্তরের সঙ্গেও নাকি স্বস্তিকা মুখোপাধ্যায় জড়িয়ে! কারণ সৃজিত জানিয়েছেন অভিনেত্রীই তাঁকে প্রশ্ন করেছিলেন যে কেন তিনি বারবার পুরুষ সিরিয়াল কিলার নিয়ে ছবি বানান। মহিলা নয় কেন? তাই তিনি এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছেন।
আরও পড়ুন: 'বাবু'বেশে থাকা খুদের সিরিয়াল টিআরপিতে দারুণ চমক দিচ্ছে শুরু থেকেই! চিনতে পারছেন অভিনেতাকে?
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সৃজিত মুখোপাধ্যায়ের এখন হাত ভর্তি কাজ। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত কিলবিল সোসাইটি। কিছু মাস আগে শেষ করেছেন ব্রাত্য বসুর নাটকের উপর ভিত্তি করে বানানো উইঙ্কল টুইঙ্কল ছবির শ্যুটিং। বর্তমানে তিনি ব্যস্ত লহ গৌরাঙ্গের নাম রে ছবিটি নিয়ে।