হঠাৎ করেই টলিপাড়ায় এখন চর্চার বিষয় হয়ে উঠেছেন সৌরভ-দর্শনা। কারণটা আর নতুন করে হয়ত বলার দরকার নেই। হ্যাঁ, সৌরভ-দর্শনা বিয়ে করছেন। আগামী ১৫ ডিসেম্বর তাঁদের বিয়ে। যদিও সৌরভ-দর্শনার বিয়ে নিয়ে শুরুর দিকে সেভাবে কেউ-ই কিছু জানতেন না। দুজনের প্রেমের গুঞ্জন থাকলেও, তা অফিসিয়াল জানাননি দুই তারকার কেউই। তাই তাঁদের বিয়ের খবরে অনেকেই চমকে যান।
তবে সৌরভ-দর্শনার বিয়ের খবর যখন ছড়িয়েছে, তখন তারকা যুগল বিয়ের দিনে কেমনভাবে সাজবেন, তা নিয়ে অনুরাগীদের কৌতুহল থাকে বৈকি। তবে দর্শনার বিয়ের পোশাকের কথা শুনে যে কেউ অবাক হবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দর্শনা জানিয়েছেন, বিয়েতে তিনি সাবেকি সাজে সাজবেন।
দর্শনা জানিয়েছেন তিনি বিয়ের দিন এক্কেবারে সিঁদুরে লাল রঙের বেনারসী পড়বেন। ঠিক যেমনটা পুরনো দিনে ঠাকুমা, দিদিমাদের কাছে থাকত। স্পেশাল অর্ডার দিয়ে এই বেনারসি বানিয়েছেন অভিনেত্রী। সেই শাড়ি নাকি আসল জরি দিয়ে বানানো হবে। ঠিক যেমনটা পুরনো দিনে সোনা-রুপোর জরি দিয়ে শাড়ি বোনা হত। দর্শনার বেনারসিটিও নাকি সম্পূর্ণ হাতে বোনা। তাতে সোনার জল করা রুপোর জরির কাজ থাকবে। দর্শনা বণিকের এই বেনারসি বর্তমান সময়ে দাঁড়িয়ে এক্কেবারেই অ্যান্টিক পিস বলা যেতে পারে। যার পালিশ নাকি প্রায় বছর ২০ থাকবে। আর এই শাড়ির দামও যে নেহাত কম হবে না তা বলাই বাহুল্য। জানা যাচ্ছে, দর্শনা বণিকের এই বেনারসির দাম প্রায় লক্ষাধিক।
আরও পড়ুন-'আচ্ছা চালটা কতদিন চলে? সোনার হারটা সত্যিই দেয় তো?' রচনাকে একী প্রশ্ন করলেন রূপসা!
আরও পড়ুন-বিয়েটা তো হচ্ছেই, তবে দর্শনার ‘প্রেমে’ হাবুডুবু একী করলেন সৌরভ!
আর সৌরভ বিয়েতে কী পরছেন?
জানা যাচ্ছে, অভিনেতা সৌরভ দাস বিয়েতে পরছেন তসরের ধুতি পাঞ্জাবি। যার কিছুটাতে থাকবে জামদানি কাজ, কিছুটা কাঁথাস্টিচ করা থাকবে।
এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভের সঙ্গে প্রেমের বিষয়ে খোলসা করেছেন দর্শনা বণিক। বলেছেন, ‘২০২১ সাল থেকে পরপর কাজ করেছি। ২০২২ সাল থেকে কাছাকাছি আসি। সম্পর্কটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। যতদিন না বিয়ের সিদ্ধান্ত নেই।’ অভিনেত্রী জানালেন, তিনি আর সৌরভ দুজনেই চাইতেন সেটল করতে। তিনি লিভ ইনে বিশ্বাসী নন সেভাবে। সৌরভও চাননি লিভ ইনে যেতে আর। দুজনেই চেয়েছিলেন বিয়েটা সেরে ফেলতে। ‘সব ঠিকঠাক থাকলে জলদি বিয়ে করে নেব ঠিক করে রেখেছিলাম দুজনে। বিয়ে করেই দেখতে চাই সম্পর্কটা ওয়ার্কআউট করছে কি না।’