সলমন খানের পর্দার বৌদি তিনি। আর তাঁর সেই 'হাম আপকে হ্যায় কৌন'-এর চরিত্রের জন্যই রেণুকা সাহানে একসময় সবথেকে বেশি চর্চায় ছিলেন। তবে আবার তিনি কাজ করেছেন শাহরুখ থানের সঙ্গেও। রেণুকাই ছিলেন শাহরুখ খানের প্রথম নায়িকা। হ্য়াঁ, ঠিকই শুনছেন। প্রকৃতপক্ষে, শাহরুখের টেলিভিশন ধারাবাহিক ‘সার্কাস’-এ তিনি শাহরুখের সঙ্গে অভিনয় করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রেণুকা শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। পর্দার নায়ক শাহরুখ বাস্তবে আসলে ঠিক কেমন, সেকথাই ফাঁস করেছেন রেণুকা সাহানে।
শাহরুখকে নিয়ে ঠিক কী বলেছেন রেণুকা?
সম্প্রতি এক রেডিও চ্য়ানেলে দেওয়া সাক্ষাৎকারে রেণুকা বলেছেন, 'উনি ততদিনে (সার্কাস করার আগে) ‘ফৌজি’ ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন, তাঁর বিশাল ফ্যান ফলোয়িং ছিল। শুটিং দেখতে অনেক মানুষ আসত। আমি ওঁকে টানা ৩৬ ঘণ্টাও কাজ করতে দেখেছি।'
রেণুকা আরও বলেন, 'শাহরুখ স্পটবয় থেকে শুরু করে প্রযোজক, সকলের সঙ্গেই সমান আচরণ করতেন। কোনও ধরণের পক্ষপাতিত্ব তাঁর মনে ছিল না। মহিলাদের সঙ্গেও তিনি খুবই ভালো ব্যবহার করেন। উনি ভীষণই বিনয়ী। মহিলাদের কাজকে উনি সবসময় সম্মান করেন।'
আরও পড়ুন-বক্স অফিসে সানির ‘জাট’-এর ৮দিন, সলমনের ‘সিকন্দর’ পার করল ১৯দিন, কার আয় কত? পাঙ্গা নিতে আসছে কেশরী-২
আরও পড়ুন-'পুরানো সেই দিনের কথা…', চাহালে মজে! অতীতে ফিরে গেলেন প্রীতি
আরও পড়ুন-প্রায়ই শামিকে গালমন্দ করতে ছাড়েন না, এবার স্পা সেন্টারের বিছানায় শুয়ে হাসিন জাহান লিখলেন…