এখনও দেড় বছর হয়নি। সবে টলমল পায়ে হাঁটা শিখছে একরত্তি। এর মধ্যেই এটা কী কাণ্ড ঘটাল রাজ-কন্যা ইয়ালিনি! বক্সিং গ্লাভস পরে বাবার গায়ে চালাল দেদার ঘুষি! তারপর...?
আরও পড়ুন: পুরুষদের সঙ্গে সেফ ফিল করেছি, কিন্তু মহিলারা অনেক সময়ই মানসিক ক্ষতি করেছেন: ইশা
কী ঘটেছে?
এদিন রাজ চক্রবর্তী তাঁর মেয়ের একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে ছোট্ট ইয়ালিনি মাটিতে বসে বক্সিং গ্লাভস নিয়ে খেলছে। তারপরই সে টলমল পায়ে সেই গ্লাভস হাতে পরেই উঠে আসে। আর এসেই মাকে একটা ঘুষি মারে। শুভশ্রীও মেয়ের ঘুষি খেয়ে ব্যথা পাওয়ার আওয়াজ করেন, তারপরই ছোট্ট ইয়ালিনি গিয়ে তার বাবাকেও ঘুষি মারে। তবে একবার না, বারবার।
মেয়েকে আদর করে কোলে তুলে নিতে দেখা যায় রাজকে। ইয়ালিনির মুখে বারবার বাবা ডাকটাও শোনা যায়। এদিন সকালের চা কফির সঙ্গে যে একরত্তির খেলা বেশ জমে উঠেছিল সেটা বলাই যায়। রাজ এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'সকালের সিন।'
প্রসঙ্গত কিছুদিন আগেই ছেলে ইউভানকে নিয়ে ভিডিয়ো পোস্ট করেছিলেন শুভশ্রী। সেখানে দেখা গিয়েছিল তাঁদের জানলার সামনে সাদা মেঘের আচ্ছাদন। খালি বহুতলের মাথাগুলো মেঘের উপর জেগে আছে। এটাই বারান্দায় দাঁড়িয়ে ইউভানকে নিয়ে উপভোগ করছিলেন শুভশ্রী। তাঁদের হাত বাড়িয়ে মেঘ ধরার চেষ্টা করতে দেখা যায়। অভিনেত্রী বলেন, 'স্কাইয়ের ভিতরে চলে গেছি আমরা।' মায়ের কথা শুনেই ইউভান বলেন, 'উপরে?' জবাবে ছেলেকে শুভশ্রী বলেন, 'উপরে না, স্কাইটা আমাদের কাছে নিচে নেমে এসেছে। ক্লাউডসগুলো।' ইউভান গ্রিল দিয়ে হাত বাড়িয়ে বলেন, 'আমি হাত দিতে পারছি।' শুভশ্রী জানান তিনিও পারছেন মেঘ ধরতে। তারপরই বলেন, 'কটন ক্যান্ডির মতো দেখতে লাগছে তাই না?' কটন ক্যান্ডির নাম শুনেই ইউভান বলে ওঠে, 'আমি খাবো। এখনই অর্ডার করো।'
আরও পড়ুন: ছেড়েছেন কবিতা লেখা, এবার ক্যামেরার সামনে ধরা দিলেন জয় গোস্বামী! কোথায় দেখা যাচ্ছে সেই শর্টফিল্ম?
আরও পড়ুন: শাহরুখের পড়শি হতে চললেন রণবীর-দীপিকা! মেয়েকে নিয়ে কবে শিফট করছেন ১০০ কোটির নতুন বাড়িতে?
রাজ শুভশ্রীর কাজ
শুভশ্রীকে দর্শকরা শেষবার সন্তান ছবিটিতে দেখেছেন। বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবিটি। এখানে মুখ্য ভূমিকায় আছেন ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী। এছাড়া এই বছর শুভশ্রীকে বাবলি ছবিতেও দেখা গিয়েছে।