গত এক বছরে অভূতপূর্ব উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কখনও তাঁর নেতৃত্ব হোক কিমবা কখনও তাঁর ব্যক্তিগত ফর্ম, চলতি বছরে ভালো-মন্দের ছবি দেখেছেন রোহিত শর্মা। একদিকে তিনি পরপর দুটি আইসিসি ট্রফি, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, অপরদিকে একই সময়ে তাঁর নেতৃত্বে ভারত টেস্ট ক্রিকেটে একাধিক চাঞ্চল্যকর পরাজয়ের মুখোমুখি হয়েছে। এই দুই ট্রফির মাঝে ভারত বেশ কয়েকটি টেস্ট ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। এবং এর ফলে রোহিতের টেস্ট কেরিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে।
এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এবং লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাকাডেমির সদস্য স্টিভ ওয়াহ মন্তব্য করেছেন, রোহিতকে যদি ভারতের হয়ে খেলা চালিয়ে যেতে হয়, তবে তাকে আত্মতুষ্টির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
স্টিভ ওয়াহ বলেন, ‘এটা সম্পূর্ণভাবে ওর (রোহিতের) ওপর নির্ভর করছে। তিনিই একমাত্র যিনি নিজের সমস্যা নিজে সমাধান করতে পারেন। তাকে নিজেকে আয়নায় দেখে প্রশ্ন করতে হবে, আমি কি এখনও ভারতের হয়ে খেলতে চাই? আমি কি সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ?’ এরপরে রোহিত শর্মাকে পরামর্শ দিয়ে স্টিভ ওয়াহ বলেন, ‘আমি কি যথেষ্ট সময় ও শ্রম দিচ্ছি? নিজের দেশের হয়ে খেলা একটা বড় সম্মান ও গর্বের বিষয়। এখানে আত্মতুষ্টির কোনও জায়গা নেই।’
আরও পড়ুন … Neeraj Chopra Classic: বড় ঘোষণা! নতুন স্বপ্নপূরণের লক্ষ্যে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া
রোহিত শর্মা সীমিত ওভারের ক্রিকেটে নিজের ব্যাটিং দর্শন অনেকটা বদলে ফেলেছেন। তিনি ব্যক্তিগত রানের চেয়ে দলকে দ্রুত শুরু দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন, যার ফলে তার গড় রান কমলেও স্ট্রাইক রেট বেড়েছে এবং তিনি দলের স্বার্থকে নিজের ব্যক্তিগত রেকর্ডের ঊর্ধ্বে রাখার জন্য প্রশংসিত হচ্ছেন।
আরও পড়ুন … রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! উঠছে তদন্তের দাবি
তবে এর সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে তার ফর্মে ভয়াবহ পতন ঘটেছে। ২০২৪/২৫ মরশুমে তিনি ১৫টি টেস্ট ইনিংসে মোটে ১৬৪ রান করেছেন, গড় মাত্র ১০.৯৩—যা একপ্রকার অবিশ্বাস্য। এই সময়ে তিনি মাত্র একবার হাফ-সেঞ্চুরি করেছেন। এর মধ্যেই ভারত নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরেছে। এরপর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে হারে ভারত। এর ফলে প্রথমবারের মতো ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন … আরও ১০ রান যোগ হতে পারত… KKR-র বিরুদ্ধে জিতেও কি খুশি নন GT অধিনায়ক শুভমন গিল?
রোহিত শর্মার ফর্ম এতটাই খারাপ ছিল যে তিনি নিজেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে নিজেকে বাদ দেন। যদিও এরপর তিনি বারবার জানিয়েছেন যে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না এবং সম্প্রতি বলেছেন যে তিনি ইংল্যান্ডে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে আছেন। এই সিরিজ অনুষ্ঠিত হবে জুন ও জুলাই মাসে।