ছবির কথা ঘোষণা করা হয়েছিল আগেই। এবার জানা গেল এসকে মুভিজ প্রযোজিত জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবি অপরিচিত কবে আসছে। এই সাইকোলজিক্যাল থ্রিলারে মুখ্য ভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা এবং অনির্বাণ চক্রবর্তী।
কবে আসছে অপরিচিত?
এদিন এসকে মুভিজের তরফে অপরিচিত ছবিটির একটি পোস্টার শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গোলকধাঁধায় বন্দি আছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং ইশা সাহা। সাদা কালো গোলকধাঁধায় রয়েছে একটি গাড়িও। আর সেই পোস্টার পোস্ট করেই জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের একদম শুরুতেই জানুয়ারি মাসে মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: 'রামপ্রসাদ' এবার পরিচালক! সব্যসাচীর পরিচালিত 'নিষ্পত্তি' দেখানো হবে কলকাতার চলচ্চিত্র উৎসবে
অপরিচিত ছবিটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার হতে চলেছে। পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'কে তুমি, কে আমি… অপরিচিত লাগে।' ছবিটির পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়।
তবে কেবল অপরিচিত নয়, জানুয়ারি মাসে আসে এসকে মুভিজ প্রযোজিত আরও একটি ছব, যদি এমন হতো। সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়া রায়, শন বন্দ্যোপাধ্যায় এবং ঋষভ বসুকে। ছবিটির পরিচালনা করেছেন রবীন্দ্র নাম্বিয়র। এটিও একটি সাইকোলজিক্যাল রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবি।
আরও পড়ুন: সিঁড়ি জুড়ে বলিউড তারকাদের হাট বসেছে! অক্ষয়, অভিষেক, রীতেশ সহ কারা থাকছেন হাউজফুল ৫ -এ?
আরও পড়ুন: আবারও পিছিয়ে গেল ডন ৩ -এর শ্যুটিং! জানুয়ারির বদলে কবে থেকে শুরু হবে রণবীরের ছবির কাজ?
এসকে মুভিজের ১৮ টি ছবি
এসকে মুভিজের তরফে সম্প্রতি ১৮ টি ছবির নাম ঘোষণা করা হয়েছে। সঙ্গে প্রকাশ্যে আনা হয়েছে তাদের পোস্টার। সেই ছবিগুলোতে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনির্বাণ চক্রবর্তী, জিতু কমল, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তাবড় তাবর অভিনেতাদের একাধিক ছবি আছে। এই ১৮ টি ছবির তালিকায় আছেন সান্তা, রবীন্দ্র কাব্য রহস্য, চন্দ্রবিন্দু, বাবু সোনা, আমি আমার মতো, আবার হাওয়া বদল, অন্নপূর্ণা, ভালোবাসি তোকে ভালোবেসে, তবু ভালোবাসি, সরলাক্ষ হোমস, এখানে অন্ধকার, আপনজন, উড়নছু, ইত্যাদি।