বাংলা নিউজ > বায়োস্কোপ > Indira Gandhi-National Award: জাতীয় পুরস্কার থেকে বাদ ইন্দিরা গান্ধী-নার্গিস দত্তের নাম! আর কোন কোন বদল আনল মোদী সরকার?
পরবর্তী খবর
Indira Gandhi-National Award: জাতীয় পুরস্কার থেকে বাদ ইন্দিরা গান্ধী-নার্গিস দত্তের নাম! আর কোন কোন বদল আনল মোদী সরকার?
2 মিনিটে পড়ুন Updated: 16 Feb 2024, 02:25 PM ISTSubhasmita Kanji
Indira Gandhi-National Award: জাতীয় পুরস্কার থেকে বাদ ইন্দিরা গান্ধী এবং নার্গিস দত্তের নাম! পুরস্কারেও লাগলেও রাজনীতির রং। দুটো পুরস্কার থেকে তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।
জাতীয় পুরস্কার থেকে বাদ ইন্দিরা গান্ধীর নাম!
জাতীয় পুরস্কারেও লাগল রাজনীতির রং? এই সম্মানীয় পুরস্কার থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এটা কি কালের নিয়মে স্রেফ একটা বদল নাকি মোদী সরকারের বিশেষ কোনও রাজনৈতিক উদ্দেশ্য সেটা স্পষ্ট নয়। জানা গিয়েছে জাতীয় পুরস্কারের অন্তর্ভুক্ত দুটো ভাগ হল ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অব এ ডিরেক্টর এবং নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর ফিচার ফিল্ম অন ন্যাশনাল ইন্টিগ্রেশন। এবার এই দুটো পুরস্কারের নাম বদলে ফেলা হল। সিনেমার পুরস্কারের যৌক্তিকতা সংক্রান্ত একটি কমিটি প্রস্তাব দিয়েছিল নাম বদলের, সেটার কারণেই তড়িঘড়ি করে বদলে ফেলা হল এই অ্যাওয়ার্ড দুটোর নাম। একই সঙ্গে বাড়ানো হয়েছে এই পুরস্কার দুটোর মূল্যও।
দাদাসাহেব ফালকে পুরস্কারেরও দাম বাড়ানো হয়েছে। সেটার প্রাইজ মূল্য ১০ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ করা হয়েছে। বাড়ানো হয়েছে ইন্দিরা গান্ধী এবং নার্গিস দত্তের নামে নামাঙ্কিত এই দুটো পুরস্কারের পুরস্কার মূল্য। যদিও এই নাম বদল এবং মূল্য বাড়ানোর নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ আছে বলে অনেকে মনে করছেন।
কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি কমিটি জাতীয় পুরস্কারের একাধিক বিভাগের নাম বদলানোর প্রস্তাব পেশ করেছে। অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে। সেখানে তরফেই জানানো হয়েছে আগামী ৭০ তম জাতীয় পুরস্কার থেকেই এই পরিবর্তনগুলো বলবৎ হবে।
ইন্দিরা গান্ধীর নাম নামাঙ্কিত অ্যাওয়ার্ডের নাম ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অব এ ডিরেক্টর বদলে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম ছাঁটাই করে রাখা হয়েছে বেস্ট ডেবিউ ফিল্ম অব এ ডিরেক্টর। এই পুরস্কারের মূল্য ৩ লাখ টাকা রাখা হয়েছে বর্তমানে। অন্যদিকে নার্গিস দত্তের নামে নামাঙ্কিত পুরস্কারে দেওয়া হতো দেড় লাখ টাকা। বর্তমানে সেই একই মূল্য দেওয়া হবে। তবে এই বিভাগে যুক্ত হল বেস্ট ফিল্ম অন সোশ্যাল ইস্যু।
এছাড়া বদলানো হয়েছে বেস্ট ফিল্ম অন এনভাইরনমেন্টাল কনজারভেশন পুরস্কারের নাম। সেটার নতুন নাম বেস্ট ফিচার ফিল্ম প্রমোটিং ন্যাশনাল, সোশ্যাল অ্যান্ড এনভাইরনমেন্টাল ভ্যালুজ। দু লাখ টাকা করে পুরস্কার মূল্য রাখা হয়েছে পরিচালক এবং প্রযোজকের জন্য।
এছাড়া AVGC ফিল্মের আওতায় আনা হয়েছে সেরা অ্যানিমেশন ফিল্ম এবং বেস্ট স্পেশ্যাল এফেক্টস বিভাগগুলোকে। এখানে বিজয়ীরা পাবেন স্বর্ণ কমল এবং তিন লাখ করে টাকা। সেরা ভিজ্যুয়াল এফেক্টের জন্য বিজয়ীরা পাবেন ২ লাখ টাকা।
সেরা অভিনেতা বা অভিনেত্রী পাবেন রজত কমল এবং ৫০ হাজার টাকা। লিডিং রোলের অভিনেতা বা অভিনেত্রীরা পাবেন ২ লাখ টাকা এবং রজত কমল। সেরা সঙ্গীত পরিচালক রজত কমলের সঙ্গে ২ লাখ টাকা পাবেন। মিউজিক ডিরেক্টর বিভাগে সেরা সঙ্গীত পরিচালক এবং সেরা আবহ সঙ্গীতকে আনা হয়েছে। এটার পুরস্কার মূল্য ২ লাখ টাকা।