২০২৪ থেকেই একের পর এক প্রজেক্টে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। লম্বা চুল, একমুখ দাড়ি নিয়ে ‘কবির’ লুক নিয়ে উত্তরবঙ্গে অভিনয় করতে ব্যস্ত ছিলেন কার্তিক। তবে সেই সিনেমার শ্যুটিং আপাতত শেষ হতেই শুরু হয়ে গিয়েছে কার্তিকের নতুন প্রজেক্ট-এর কাজ।
করণ জোহরের ধর্ম প্রোডাকশনের নতুন ছবি ‘তু মেরি মে তেরা মে তেরা তু মেরি’ সিনেমার শ্যুটিং শুরু হল আজ থেকে। ছবিটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা আগামী বছর ফেব্রুয়ারি মাসে। শ্যুটিং ফ্লোর থেকে কার্তিকের ছবি ভাইরাল হতেই পুরনো অবতারে কার্তিককে দেখে ফের আরও তাঁর একবার প্রেমে পড়ে যান মহিলা অনুরাগীরা।
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
এদিন ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কার্তিক। প্রথম ছবিতেই কার্তিকের সেই পুরনো লুক দেখে খুশি অনুরাগীরা। ছবি দেখেই বোঝা যাচ্ছে নতুন প্রজেক্টের শুভ মহরত হয়ে গেল আজ। তৃতীয় ছবিটি বেশ অন্যরকম।
চেয়ারের তলায় একগুচ্ছ চুল পড়ে থাকতে দেখা যায়, যা দেখে আন্দাজ করাই যাচ্ছে যে নতুন প্রজেক্টের জন্য পুরনো অবতার থেকে বেরিয়ে এসেছেন কার্তিক। চতুর্থ ছবিটি চুল কাটার ঠিক আগের মুহূর্তের। মুখ ভর্তি দাড়ি আর লম্বা চুল যেন অপেক্ষা করছে বিদায় নেওয়ার লগ্নের।
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
শেষ ছবিতে নতুন লুক নিয়ে কফি হাতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় অভিনেতাকে। পুরনো কার্তিককে দেখে তাঁকে সাদরে অভ্যর্থনা জানান ভক্তরা। বোঝাই যাচ্ছে পরপর দুটি সিনেমায় দুটি আলাদা আলাদা লুকে অভিনয় করতে দেখা যাবে কার্তিককে।