প্রয়াত দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর-এর তুতোভাই তারকা নাথ। বেশকিছুদিন কোমায় থাকার পর শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতযু হয় তাঁর। মৃত্যুকালে তারকা নাথের বয়স হয়েছিল ৩৯ বছর।
গত মাসে তারকা রত্ন অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার কুপ্পামে টিডিপি সাধারণ সম্পাদক নারা লোকেশের যুবগালাম পদযাত্রায় অংশ নিচ্ছিলেন তারকা রত্ন। সেসময়ই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তৎক্ষণাৎ তাঁকে কুপ্পামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরের নারায়ণা হৃদয়ালয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এতদিন ব্যাঙ্গালোরের নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সে তাঁর চিকিৎসা চলছিল। তবে, তারকা রত্নের অবস্থার অবনতি হয় এবং তিনি শীঘ্রই কোমায় চলে যান।
পরিবার সূত্রে খবর, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ছিলেন এবং শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তারকা রত্ন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এন টি রামা রাওয়ের নাতি এবং নন্দামুরী মোহন কৃষ্ণের পুত্র ছিলেন।
মৃত্যুকালে তারকা রত্ন রেখে গিয়েছেন স্ত্রী আলেখ্যা ও এক কন্যাকে। তারাকা নাথের মৃত্যুর খবর পাওয়ার পরই সিনেমা দুনিয়ার পাশাপাশি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও শোকপ্রকাশ করেছেন।