আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে ফাইটার। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। ছবি মুক্তির ঠিক আগেই ১০ জানুয়ারি ছিল হৃতিক রোশনের জন্মদিন। আর সেই বিশেষ দিন উপলক্ষ্যে বন্ধু তথা সহ অভিনেতার জন্য একটি মিষ্টি বার্থডে উইশ লিখলেন দীপিকা পাড়ুকোন।
হৃতিকের জন্মদিনে দীপিকার উইশ
১০ জানুয়ারি ৫০ বছরে পা দেন হৃতিক রোশন। এদিন সেই উপলক্ষ্যে একটি অদেখা ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন দীপিকা। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে দুজনে পিৎজা খেতে খেতে হাসছেন। এই ছবিটি পোস্ট করে এদিন দীপিকা লেখেন, 'তোমার অন্তরের এই শিশুটিকে এভাবেই সবসময় বাঁচিয়ে রেখো।' তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবিটি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানান। হৃতিকও ফের সেই শুভেচ্ছা বার্তাকে তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: সাদা গাউনে ইরা যেন রাজকন্যে, ক্রিশ্চান মতে নূপুরের সঙ্গে বিয়ে সারলেন আমির কন্যা, দেখুন ছবি
দীপিকা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে একটি কালো টিশার্ট এবং সাদা শর্টস পরে বসে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে হৃতিকের পরনে মালটি কালারের প্রিন্টেড শার্ট এবং প্যান্ট। তাঁরা একে অন্যের হাত ক্রস করে পিৎজা খাচ্ছেন এই ছবিতে। ঠোঁটে লেগে চওড়া হাসি।

দীপিকার পোস্ট
কেবল দীপিকা নন, এদিন অনিল কাপুরও হৃতিক রোশনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ফাইটার ছবি বিহাইন্ড দ্য সিন দৃশ্যের ক্লিপ পোস্ট করে তিনি হৃতিককে শুভেচ্ছা জানান এদিন। ছবিতে তাঁদের কস্টিউম পরেই পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে দেখা যাচ্ছে। এই ছবিগুলো দিয়ে অনিল কাপুর লেখেন, 'অনুপ্রেরণা অনুপ্রাণিতকে বলেছিল তুমি কি বাস্তব? কিন্তু এখানেকে অনুপ্রেরণা আর কে অনুপ্রাণিত সেই আন্দাজ করার দায়ভার আপনাদের উপর ছাড়লাম। শুভ জন্মদিন হৃতিক। লাভ ইউ ফাইটার।'
আরও পড়ুন: অঙ্কিতার সঙ্গে বিয়ে হোক চাননি ভিকির মা! বললেন, 'ও সুশান্তের নাম করে খালি সহানুভূতি পাওয়ার জন্য'
ফাইটার প্রসঙ্গে
আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, প্রমুখ। এখানে ভরপুর এরিয়াল অ্যাকশন দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার সহ একাধিক গান প্রকাশ্যে এসেছে।