ভালোবাসার গান তো অনেক হল। এবার বাজার কাঁপানোর পালা টালোবাসার। এক যুগ পর মুক্তি পেল চন্দ্রবিন্দু ব্যান্ডের নতুন অ্যালবাম টালোবাসা। হ্যাঁ, এটা রেকর্ড আকারে মুক্তি পেয়েছে। তবে অনলাইনেও শোনা যাবে। কিন্তু কোথায় কোথায়?
চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম
আজকাল বিনোদন হোক বা খবর যাই হোক সবই চাই হাতের মুঠোয়। ৯০ এর দশকের ছেলে মেয়ে যাঁরা মূলত ক্যাসেট থেকে সিডি, ইত্যাদিতে গান শুনে বড় হয়েছে। ক্রমাগত বদলাতে থাকা মাধ্যমের সঙ্গে আপডেট হতে হতে এখন ইউটিউব, স্পটিফাইয়ে এসে থিতু হয়েছে তাঁদের কাছে এ যেন নস্টালজিয়া সমান। স্মৃতি উসকে ১২ বছর পর নতুন অ্যালবাম নিয়ে এল চন্দ্রবিন্দু। তাঁদের এই অ্যালবামের নাম টালোবাসা যে সেই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সেই অ্যালবাম রেকর্ড ছাড়াও অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। কোথায় কোথায় জেনে নিন।
চন্দ্রবিন্দু ব্যান্ডের এই নতুন অ্যালবাম ইউটিউবে তো শোনা যাচ্ছেই, সঙ্গে অ্যাপেল মিউজিক, স্পটিফাইয়েও শোনা যাচ্ছে। এই অ্যালবামে রয়েছে ১০টি গান। এই ১০ টি গানের অন্যতম হল গ্যাঁড়াকল, কেরানি, প্রধানমন্ত্রী, বায়নাখোকা, আমার জানালা দিয়ে, বিকেল, ইত্যাদি।
চন্দ্রবিন্দুর এই নতুন অ্যালবামটা লিমিটেড এডিশন হিসেবে মুক্তি পেয়েছে। মাত্র ৩৫০টি রেকর্ড বের করা হয়েছে।
টালোবাসা নিয়ে কী লিখেছিলেন চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত?
উপল সেনগুপ্ত তাঁর ফেসবুকের সেই পোস্টে তাঁদের এই নতুন অ্যালবাম নিয়ে লিখেছিলেন, 'চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম বেরোচ্ছে এক ডজন বছর মানে এক যুগ পর। একটা বয়স ছিল যখন বছর বছর আমাদের অ্যালবাম বেরোত। আমদের দুচোখ জুড়ে স্বপ্ন ছিল, একদিন দশখানা অরিজিনাল অ্যালবাম বার হবে আমাদের। প্রথম ক্যাসেট বেরিয়েছিল ১৯৯৭ এ। তার ২৭ বছর পর চন্দ্রবিন্দু সত্যিই দশম অ্যালবাম বার করতে পারল। একটা ব্যাপারে ধন্দে পড়েছিলাম আমরা। এমন অ্যালবাম বেরোবে সে শুধুই আইটিউনস আর স্পর্টিফাইতে শোনা যাবে! হাতে নেওয়া যাবে না, গন্ধ শোঁকা যাবে না নতুন গানের? বুদ্ধি বাতলাল উপল। রেকর্ড বার করি চল। নতুন করে ফিরে আসছে টার্ন টেবিল পৃথিবী জুড়ে।'