‘টোয়াইলাইট’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে অবশেষে বিয়ে করলেন। লস অ্যাঞ্জেলেসে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
২০১৯ সালের অক্টোবর মাসে প্রথম তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ক্রিস্টেন ও ডিলান। তারপর ২০২১ সালে তাঁরা সারেন বাগদান। তার প্রায় তিন বছর পর ২০২৫ সালে বিয়ে করলেন তাঁরা।
আরও পড়ুন: বনশালি, করণ বা রোহিত নন, ইনি-ই ভারতের সর্বোচ্চ আয়কারী পরিচালক! ছবি প্রতি নেন ২০০ কোটি? কে তিনি?
টিএমজেডের খবর অনুসারে, ৩৫ বছর বয়সী ক্রিস্টেনের প্রেমিকা ডিলানের বয়স ৩৭ বছর। ২০ এপ্রিল, রবিবার ইস্টারের শুভ দিনে তাঁদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে প্রিয়জনদের সাক্ষী রেখে একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকার নেন তাঁরা। এমজেডের পক্ষ থেকে নব দম্পতির বিয়ের ছবিও প্রকাশ্যে এসেছে।
গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস থেকে বিয়ের শংসাপত্র পেয়েছিলেন তাঁরা। তারপরই লস অ্যাঞ্জেলেসে বিয়ে করেন। তাঁদের এই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা অ্যাশলে বেনসন-সহ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা। অ্যাশলে বেনসনের স্বামী ব্র্যান্ডন ডেভিসও উপস্থিত ছিলেন। বিয়ের ক্ষেত্রে যথেষ্ঠ গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁরা। তাঁদের টিমের পক্ষ থেকে এখনও বিয়ের খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
ক্রিস্টেন এবং ডিলান তাঁদের ব্যক্তিগত স্টাইলিস্টের কাছেই বিশেষ এই দিনে সেজে উঠেছিলেন। ক্রিস্টেন একটি ম্যাচিং টু-পিস পোশাক পরেছিলেন, অন্যদিকে ডিলান একটি সাদা টপ এবং সোনালী স্কার্ট পরেছিলেন।

'ইয়ারস এগো' নামে একটি সিনেমায় কাজ করার সময় ক্রিস্টেন এবং ডিলানের প্রথম দেখা হয়। তারপর ছয় বছর পর এক বন্ধুর জন্মদিনের পার্টিতে ফের দেখা হয় তাঁদের। এরপর ২০১৯ সালের অগস্টে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে দেয়। ক্রিস্টেন এবং ডিলান ২০১৯ সালের অক্টোবরে তাতে সিলমোহর দেন। সম্পর্কের কথা ইনস্টাগ্রামে আনুষ্ঠানিক ভাবে জানান।
আরও পড়ুন: আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বনি-কৌশানি? জানেন কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম
২০২১ সালে তাদের বাগদান হয়। সেই বছর সিরিয়াসএক্সএম-এর ‘দ্য হাওয়ার্ড স্টার্ন’ শোতে উপস্থিত ক্রিস্টেন রসিকতা করে বলেছিলেন যে, অস্কার-মনোনীত চিত্রনাট্যকার নিকোলাস মেয়ারের মেয়ে ডিলানই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।