আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। ২০২৫ এর শুরুর দিকেই মা হতে চলেছেন সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। তবে প্রেগনেন্সির কথা ঘোষণা করার পর এই প্রথম তিনি তাঁর বেবি বাম্পের ছবি দিলেন।
কী পোস্ট করলেন আথিয়া?
এদিন আথিয়া শেট্টি তাঁর ইনস্টাগ্রামে একটি সাদা কালো ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে অভিনেত্রীর বেবি বাম্প। ২০২৪ সালের মাঝামাঝি তাঁরা যখন তাঁর প্রেগনেন্সির খবর দেন তারপর থেকে এই প্রথমবার অভিনেত্রী নিজে তাঁর বেবি বাম্পের ছবি পোস্ট করলেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি তাঁর বর, তথা ক্রিকেটার কে এল রাহুলের হাত ধরে হাঁটছেন। অভিনেত্রীর পরনে স্ট্রাইপ শার্ট এবং প্যান্ট। অন্যদিকে রাহুলও টিশার্ট এবং সাদা প্যান্ট পরে আছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো বর্তমানে অভিনেত্রী কে এল রাহুলের সঙ্গে অস্ট্রেলিয়ায় আছে। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ট্যুরে তিনি সঙ্গী হয়েছেন বেটার হাফের। কিছুদিন আগে তাঁকে অনুষ্কা শর্মার সঙ্গে মেলবোর্নে দেখা গিয়েছে। সেখানেও তাঁর বেবি বাম্প ক্যামেরা বন্দি হয়েছিল। কিন্তু এই প্রথম তিনি নিজে তাঁর বেবি বাম্প দেখালেন।
এদিন যে ভিডিয়ো পোস্ট করেছেন আথিয়া সেটার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন। তাতে লেখা, 'গতি কম হওয়া আসলে কখনও আশীর্বাদ সম। নিজের উপর সদয় থাকুন। নতুন শুরুতে বিশ্বাস রাখুন।' একই সঙ্গে রাহুলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন: 'আমার বিনোদিনী ইতিহাস গড়ল', দেবের প্রশংসা আসতেই আনন্দে গদগদ রুক্মিণী! বললেন, 'আমার উপর...'
আথিয়া এবং রাহুলের সন্তান আসার কথা ঘোষণা
২০২৩ সালে বেঁধেছিলেন গাঁটছড়া। বিয়ের দেড় বছরের মধ্যেই সুখবর শোনালেন আথিয়া শেট্টি এবং কেএল রাহুল। ইনস্টাগ্রামে বর্তমান ট্রেন্ড মেনেই একটি ছবি পোস্ট করেন আথিয়া শেট্টি। সেখানে বেইজ রঙের উপর একটি ইভিল আই ইমোজি দেওয়া। এবং সঙ্গে লেখা, 'আমাদের সুন্দরতম আশীর্বাদ আসছে শীঘ্রই।' সঙ্গে একটা বাচ্চার পায়ের ছাপের সঙ্গে লেখা ২০২৫।