সুদীপা চট্টোপাধ্যায় ছোট পর্দার অতি পরিচিত মুখ। অভিনয়ে নজর কাড়লেও অভিনেত্রী জনপ্রিয়তা পান জি বাংলার রান্নাঘরের হাত ধরে। এ হেন অভিনেত্রীর ছেলে আদিদেবের বয়স মাত্র ছয় বছর। আর তিনি এখন থেকেই 'ছেলে'র জন্য পাত্রী খুঁজছেন! ব্যাপার কী?
আরও পড়ুন: অরিজিৎ জেনেবুঝেই ফেম গুরুকুলে শমিতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন? কাজী তৌকির বললেন, 'হ্যাঁ, হ্যাঁ...'
আরও পড়ুন: অপেক্ষার অবসান! অগস্টেই মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ধূমকেতু? ইঙ্গিত দিয়ে কী বললেন রানা?
কী ঘটেছে?
হ্যাঁ, এটা একদম ঠিক যে রান্নাঘরের রানি সুদীপা চট্টোপাধ্যায় ছেলের জন্য পাত্রী খুঁজছেন, তবে সেটা আদিদেব নয়। বরং তাঁর চারপেয়ে সন্তান, তাঁর পোষ্য ভান্টুর জন্য। এদিন সেই মর্মে একটি বিজ্ঞাপনও দেন সুদীপা। পোস্ট করেন ছেলের ছবিও। শুধুই কি তাই পাত্রী দেখে দেওয়ার জন্য তিনি এদিন বিশেষ অনুরোধ করে ভান্টুর মিমি চক্রবর্তী আন্টি এবং বাবুল সুপ্রিয় আঙ্কেলকে!
আরও পড়ুন: 'মোবাইলের যুগে ৭ মাস আটকে রাখা...' নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বললেন গায়কের প্রাক্তন স্ত্রী?
সুদীপা এদিন ছেলের জন্য দেওয়া বিজ্ঞাপনে ভান্টুর হয়ে লেখেন, 'আমি ভান্টু, আমি ভীষণ হ্যান্ডসাম। ৩ বছর বয়সী একটি হার্লি কুইন গ্রেট ডেন আমি। কিন্তু আমার মা বলে আমি নাকি বেবি। এটা একদমই ঠিক নয়। মা আমার বিয়ের ব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না, এমনকি কোনও কথাবার্তাও বলছে না কারও সঙ্গে।'
অভিনেত্রী এদিন আরও লেখেন, 'মা ওর বন্ধুদের, পরিবারের সবাইকে ফোন করে শুধু আমার দুষ্টুমির কথাই বলে। ব্যাপারটা কখনই সিরিয়াস আলোচনায় গড়ায় না। তাই আমিই উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, এবং ওর সমস্ত অনুরাগী, পরিবারের সবাইকে অনুরোধ করছি, বিশেষ করে মিমি আন্টি এবং বাবুল আঙ্কেলকে যাতে আমার জন্য একটা ভালো গ্রেট ডেন মেয়ে দেখা হয়। আর আমার মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়।'
আরও পড়ুন: 'তোমার জন্যই...' কমলিনীকে মনের কথা জানাতে পারবে স্বতন্ত্র? ডলের বদলে কি বিয়ে করবে বৌঠানকে?
সুদীপার এই পোস্ট দেখে ভারী মজা পেয়েছে তাঁর অনুরাগীরা। অনেকেই নানা রকমের মন্তব্য করেছেন। কিন্তু এখনও পর্যন্ত মিমি চক্রবর্তী বা বাবুল সুপ্রিয় কারও থেকে কোনও উত্তর আসেনি।