ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে রিমা কাপুরের ছেলে আদর জৈনের প্রাক বিবাহ অনুষ্ঠান। বুধবার, ১৯ ফেব্রুয়ারি ছিল আদর এবং আলেখ্যর মেহেন্দির অনুষ্ঠান। সেখানে এদিন হাজির ছিল গোটা কাপুর পরিবার। আলিয়া ভাট এবং রণবীর কাপুর তো নেচেই আসর জমিয়ে দিলেন।
আরও পড়ুন: 'পেশির জোরের বদলে মগজের খেল' দেখাতে রক্তবীজ ২-তে খলনায়ক হয়ে আসছেন অঙ্কুশ! থাকছে আর কোন চমক?
আদর জৈন এবং আলেখ্য আডবানির মেহেন্দি
বুধবার আদর জৈন এবং আলেখ্য আডবানির মেহেন্দিতে চাঁদের হাট বসেছিল। মুম্বইয়েই অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। রণবীর কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুর, করিশ্মা কাপুর সহ প্রায় গোটা কাপুর পরিবার হাজির ছিল এদিনের অনুষ্ঠান। আর সেখানেই এদিন পঞ্জাবি গানের তালে নাচতে দেখা গেল আলিয়া এবং রণবীরকে।
এদিন স্পাইসি সেলেব গসিপ নামক একটি পেজের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে আলিয়া ভাট গিয়ে করিশ্মা এবং করিনার সঙ্গে যোগ দেন। মঞ্চে উঠে আসেন ঋদ্ধিমা কাপুর এবং রণবীরও। তাঁরা সবাই মিলে ইশক তেরা তড়পাবে গানটিতে নাচেন। সুখবিন্দর সিংয়ের এই পঞ্জাবি গানটিই নয় খালি, তাঁদের এদিন অন্যন্য আরও পঞ্জাবি গানেও নাচতে দেখা যায়।
এই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে অনুরাগীরা মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'তাহলে আমরা সবাই এক। এই গানটা শুনলে কেউ আর চেয়ারে বসে থাকতে পারে না।'
এদিন জয়া বচ্চন, নিতু কাপুর, সোনি রাজদান, প্রমুখকেও আদর এবং আলেখ্যর মেহেন্দিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।
আলিয়া ভাট এদিন একটি হলুদ রঙের চুড়িদার পরে এসেছিলেন। অন্যদিকে করিনা কাপুর পরেছিলেন নীল রঙের চুড়িদার। রণবীরকে আইভরি শেরওয়ানিতে দেখা যায়।
আরও পড়ুন: খালি গণসঙ্গীত নয়, ক্লাসিক্যালেও সমান দক্ষ সারেগামাপার আরাত্রিকা! ফিনালের আগে ভাইরাল পুরনো ভিডিয়ো
এই বিষয়ে বলে রাখা ভালো ২০২৪ সালের নভেম্বর মাসে রোকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলেখ্য আডবানি এবং আদর জৈনের। চলতি বছরের জানুয়ারি মাসে ক্রিশ্চান মোট আদর এবং অলেখা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গোয়ায় বসেছিল সেই অনুষ্ঠানের আসর।