২০২৩ সালের পুজোর সময় মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রথম থ্রিলার, অ্যাকশন মুভি রক্তবীজ। বক্স অফিসে তো সাফল্য পেয়েছিলই সেই ছবি, শুধু তাই নয়, দর্শক, সমালোচকদের থেকেও তুমুল প্রশংসা পেয়েছিল। এবার আসছে সেই ছবির দ্বিতীয় ভাগ। সেখানে থাকছে কোন কোন চমক?
আরও পড়ুন: দোরগোড়ায় গ্র্যান্ড ফিনালে, অঙ্কনার গানে অখুশি শান্তনু! বললেন, 'চেয়ারে মনোযোগ দিস না, গানটা...'
রক্তবীজ ২-তে থাকছে কোন চমক?
ইতিমধ্যেই জানা গিয়েছে রক্তবীজ ২ ছবিটিতে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন নুসরত জাহান। তবে এবার জানা গেল তাঁকে দেখা যাবে আইটেম সংয়ে। এছাড়া আগের বার ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিককে যে চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের সেই সেই চরিত্রেই দেখা যাবে।
অন্যদিকে, এর আগের বার রক্তবীজ ছবিটিতে অঙ্কুশ হাজরাকে দেখা গিয়েছিল একটি আইটেম নম্বরে। শুধু তাই নয়, শেষ দৃশ্যে রহস্যে ঘেরা যে পুরুষ চরিত্রকে দেখা গিয়েছিল সেটাও যে তিনি ছিলেন সেটাও বেশ ভালোই বোঝা গিয়েছিল। এবার জানা গেল তিনি সেই চরিত্রের হাত ধরে রক্তবীজ ২ ছবিটিতে ফিরছেন। অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশন হাউজের এই সিক্যুয়েল ছবিতে তিনিই মুখ্য খলনায়ক হয়ে ধরা দেবেন।
এই ছবির বিষয়ে অঙ্কুশ আনন্দবাজারকে জানিয়েছেন, 'এই ছবিটা নিয়ে আমি খুবই উত্তেজিত কারণ এখানে পেশির জোরের থেকে বেশি দেখা যাবে মগজের জোর।' এই বিষয়ে তিনি আরও বলেন, 'আগের বার যখন আমার কাছে আইটেম সংয়ের অফার আসে তখনই আমি শিবুদাকে বলেছিলাম যদি এটার বাইরে আমায় কোনও চরিত্র দেওয়া যায় চিত্রনাট্য। উনি কিছুদিন পর আমায় জানান যে ক্লাইম্যাক্সে আমার চরিত্রের হাত ধরেই সিক্যুয়েলের আভাস দেওয়া হবে। এটা আমার কাছে বড় প্রাপ্তি।'
কৌশানি মুখোপাধ্যায়র সঙ্গে এই ছবিতে দেখা যাবে অঙ্কুশ হাজরার সর্ম্পকের কথা। নিজের চরিত্রের বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, 'আমি কম অপেক্ষা করিনি এই ছবিগুলোর জন্য। এখন আমার ছবিগুলোর ধরন বদলে গেছে। রক্তবীজ ২ তে আমার চরিত্রটি হল অন্যতম চালিকাশক্তি গোটা গল্পের।'
আরও পড়ুন: ধনশ্রীকে ৬০ কোটি খোরপোষ চাহালের? জল্পনা রটতেই যুজিকে টিপস সমাজসেবীর! বললেন, 'হুমকি পেয়ে এভাবে...'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, আগামী মাস অর্থাৎ মার্চ থেকে শুরু হচ্ছে এই ছবির শ্যুটিং। মার্চ এবং এপ্রিল জুড়ে চলবে এই ছবির শ্যুটিং। কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে শ্যুটিং করা হবে। আর সেটার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন আবির চট্টোপাধ্যায়। পঙ্কজ সিনহার চরিত্রের জন্য তিনি আবার নিজের লুক বদলাতে শুরু করে দিয়েছেন। সংযুক্তার চরিত্রে থাকবেন মিমি চক্রবর্তী। এই বছর পুজোয় মুক্তি পাবে ছবিটি।