বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs AUS: চলতি WC-এ সেমি পর্যন্ত টস জিতে ব্যাট নিয়ে ৮ বার জয় এসেছে, আমদাবাদে আবার রান তাড়া করে জয়ের পাল্লা ভারি
পরবর্তী খবর
IND vs AUS: চলতি WC-এ সেমি পর্যন্ত টস জিতে ব্যাট নিয়ে ৮ বার জয় এসেছে, আমদাবাদে আবার রান তাড়া করে জয়ের পাল্লা ভারি
2 মিনিটে পড়ুন Updated: 18 Nov 2023, 10:59 PM ISTTania Roy
আমদাবাদের পিচে পরে ব্যাট করেই রাউন্ড রবিন লিগে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবার কি করবেন তাঁরা? আমদবাদে কিন্তু রান তাড়া করেই জয়ের পাল্লা ভারি। ভারত কি পাকিস্তান ম্যাচেরই পুনরাবৃত্তি করবে?
রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়।
চলতি বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। সেই সঙ্গে চর্চায় পিচ। তবে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের গ্রুপ লিগের পিচের ধাঁচেই ফাইনালের পিচ হবে। অর্থাৎ স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন। আর শনিবার সকালে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকেও সেই ইঙ্গিতই মিলেছে। কারণ শনিবার সকালে পিচে ‘ভারী রোলার’ ব্যবহার করতে দেখা গিয়েছে মাঠ কর্মীদের। সেক্ষেত্রে হয়তো তেমন বাউন্স থাকবে না পিচে। বল নীচু হয়ে আসবে। তারই মধ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কিউরেটরদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে অ্যাটকিনসনকে। তবে তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়।
তবে আমদাবাদের এই ধরনের পিচে পরে ব্যাট করেই রাউন্ড রবিন লিগে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবার কি করবেন তাঁরা? বিশ্বকাপের পরিসংখ্যান কী বলছে, টস জেতা দল আগে ব্যাট করে কতটা সুবিধা পেয়েছে? পরে বল করা দল কতকগুলি ম্যাচ জয় পেয়েছে? আমদাবাদের পিচের পরিসংখ্যানই বা কী বলছে? জেনে নিন সব তথ্য-
বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান:
১) রাউন্ড রবিন লিগের ৪৫টির মধ্যে ২৩টি ম্যাচে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। আর বাকি ২২টিতে আগে ব্যাট করা দল জিতেছে।
২) সেমির দু'টি ম্যাচের মধ্যে একটিতে ভারত আগে ব্যাট করে নিউজিল্যান্ডকে হারিয়েছে। তবে অন্যটিতে অস্ট্রেলিয়া পরে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছে।
৩) ভারত রাউন্ড রবিন লিগের ৯টির মধ্যে ৫টি ম্যাচে পরে ব্যাট করে জিতেছে। আর চারটিতে আগে ব্যাট করে জিতেছে। সেমিতে আগে ব্যাট করে জিতেছে তারা।
৪) রাউন্ড রবিন লিগে টস জিতে বল নিয়ে হারার ঘটনা ঘটেছে ১৩ বার। সেখানে টস জিতে ব্যাট নিয়ে জেতার ঘটনা ৮ বার।
৫) সেমিফাইনালে ভারত টস জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ডকে হারিয়েছে। তবে অস্ট্রেলিয়া টস হেরে পরে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।
১০ ম্যাচের মধ্যে পাঁচ বার টস জিতেছে ভারত- তার মধ্যে দু'বার বোলিং নিয়েছে। আর বাকি ২ বার ব্যাটিং। প্রসঙ্গত সবকটি ম্যাচই জিতেছে ভারত। তারা এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি। দশে ১০ করে ফাইনাল খেলতে নামছেন রোহিত শর্মারা