আইপিএলের শেষদিকে এসে হঠাৎই জ্বলে ওঠেন লখনউ সুপার জায়ান্টের দুই ব্যাটার মিচেল মার্শ এবং নিকোলাস পুরান। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টের হয়ে মার্শ দুর্দান্ত শতরান করেন। সেই সুবাদেই তাঁরা চার ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠে জয়ের মুখ দেখে। ৩৩ রানে শুভমন গিলের গুজরাটকে হারিয়ে দেয় এলএসজি। ম্যাচ লখনউ জেতার পর অবশ্য যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা গুঞ্জন শুরু করে দিয়েছেন। দুই দলের অধিনায়ক ঋষভ পন্ত এবং শুভমন গিল যখন ম্যাচ শেষে হাত মেলালেন, তখন তাঁদের মধ্যে একটা শীতল সম্পর্কের ইঙ্গিত দেখতে পেয়েছেন ক্রিকেটভক্তরা।
পন্তের সঙ্গে গিলের সম্পর্কে ভাঙন?
আইপিএলের তরফে যে ভিডিয়ো দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে শুভমন গিলের কাছে ঋষভ পন্ত ম্যাচ শেষে হাত মেলাতে আসছেন। আর তখন গিলও পন্তের সঙ্গে হাত মেলালেন বটে। কিন্তু হ্যান্ডশেকের সময় দুই তারকার মধ্যে যে হাসি থাকার কথা ছিল, সেটা উধাও হয়ে যায়। আর তা নিয়েই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতীয় দলের ক্যাপ্টেন্সির দড়ি টানাটানি নিয়েই দুই তারকার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে?
যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ঋষভ পন্ত কিছু একটা বলছিলেন গিলকে। কিন্তু গিন অন্যদিকে তাকিয়ে পরের খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাতে এগিয়ে যাচ্ছিলেন। এরপর পন্ত ঘুরে গিলের দিকে তাকিয়ে পিছন ফিরে কিছু বলতে থাকেন। তখন গিল একটু মুচকি হাসি দেন। এই ছবিটা সবারই নজরে এসেছে। যা দেখেই অনেকে বলছে একান্তই নাকি ভদ্রতার খাতিরে ওইটুকু হাসি দিয়েছেন গিল।