ভারতীয় ক্রিকেটে সহ-অধিনায়কত্ব যেন একটি অভিশাপ। সাম্প্রতিক সময়ে, হার্দিক পান্ডিয়া হলেন সেই ব্যক্তি, যিনি সেই চাপটা বেশ ভালো ভাবেই অনুভব করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের গেম-চেঞ্জার, মনোনীত সহ-অধিনায়ক, অপেক্ষমান অধিনায়ক থেকে, টি-টোয়েন্টি দলে সূর্যকুমার যাদবের নতুন ইউনিটে এখন হার্দিক একজন শক্তিহীন পদাতিক সৈনিক হয়ে উঠেছেন।
টেস্ট ক্রিকেটে, রবীচন্দ্রন অশ্বিন তাঁর হিন্দি ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ উল্লেখ করেছেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসর নেওয়ার পর, নেতৃত্বের ক্ষেত্রে এক বিরাট শূন্যতা তৈরি হয়েছে।
অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষদের সিনিয়র নির্বাচক কমিটি এবং ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও চাইছেন, টেস্ট দলের পরবর্তী অধিনায়ক করা হোক শুভমন গিলকেই। এমন কী ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর নামও সম্ভবত চূড়ান্ত হয়ে গিয়েছে। আর অধিনায়ক হওয়ার পরে, তাঁর প্রথম চ্যালেঞ্জই বেশ কঠিন হতে চলেছে। ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হওয়া আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই তাঁর জাতীয় দলের নেতৃত্বের হাড়েখড়ি হবে। তবে শুভমন অধিনায়ক হলে, তাঁর ডেপুটি কে হবেন?
TimesofIndia.com দাবি করেছে যে, নির্বাচক কমিটি, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই শুভমন গিলের ডেপুটি হিসেবে কাকে নিযুক্ত করবে, তা নিয়ে একমত নয়।এই তালিকায় যাঁদের নাম রাখা হয়েছে, তাঁরা হলেন, জসপ্রীত বুমরাহ, কেএল রাহুল এবং ঋষভ পন্ত।
মজার ব্যাপার হল, রোহিত শর্মার পর, পরবর্তী অধিনায়ক হিসেবে বুমরাহকে বিবেচনা করা হচ্ছিল। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তিনি সহ-অধিনায়ক ছিলেন। শুধু তাই নয়, রোহিতের অনুপস্থিতিতে পার্থ এবং সিডনিতে বুমরাহই নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তার বারবার পিঠের চোটের কারণে এবং কাজের চাপে মনোযোগ দেওয়ার প্রবণতা তাঁকে এই অধিনায়ক হওয়ার দৌড় থেকে পিছিয়ে দিয়েছে।
কেএল রাহুল, যাঁকে একসময় অনানুষ্ঠানিক ভাবে টেস্ট দল গঠনের প্রধান হিসেবে বিবেচনা করা হত, তিনি এখন অনেকটাই পিছিয়ে পড়েছেন। এর আগে কেএল রাহুল তিনটি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে দু'টিতে জিতেছে ভারত এবং একটিতে হেরেছে তারা। কিন্তু তাঁর এখন ৩৩ বছর বয়স। এই বয়স তাঁর পক্ষে না থাকায়, তিনি কি এই কাজের জন্য এখন উপযুক্ত ব্যক্তি হবেন?
ঋষভ পন্ত আবার, ভারতের হয়ে ৪৩টি টেস্ট খেলেছেন, তিনি এই প্রজন্মের টেস্ট প্রতিভা এবং লাল বলের ফর্ম্যাটে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। তবে সম্প্রতি তাঁর ফর্ম নিয়ে অস্বস্তি রয়েছে পন্ত। অত্যন্ত খারাপ ছন্দে রয়েছেন তিনি। পাশাপাশি তাঁর নেতৃত্বে এই মরশুমের আইপিএলে ভরাডুবি হয়েছে লখনউ সুপার জায়ান্টসের। তাঁকে কি সহ-অধিনায়কের ভূম