চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলে সুযোগ পায়নি শাকিব আল হাসান। আদৌ বাংলাদেশের হয়ে আর কোনওদিন খেলার সুযোগ পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের হয়ে একাধিক আইসিসি ইভেন্ট খেলেছেন শাকিব। অবদান রয়েছে অনেক। তবে পরিবর্তনের বাংলাদেশে ব্রাত্য থাকতে হয়েছে জাতীয় দল থেকে। এমনকী দেশেও ফিরতে পারছেন না এই অভিজ্ঞ অলরাউন্ডার। শাকিবের ইচ্ছা ছিল, বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওডিআই ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে তা সম্ভব হয়নি। এর আগে দেশের মাটিতে শাকিবের শেষ টেস্ট খেলার আর্জিও খারিজ করা হয়েছিল।
তবে এখন আর বাংলাদেশ নিয়ে খুব বেশি ভাবতে চাইছেন না শাকিব আল হাসান। এই মুহূর্তে সবকিছু ভুলে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে মনোনিবেশ করেছেন তিনি। সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন এই তারকা অলরাউন্ডার। সেখানে দেখা যাচ্ছে রয়েছেন স্ত্রী উম্মি আমেদ শিশির এবং তাঁদের তিন সন্তান।
মূলত দেশে ব্রাত্য থাকায় বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলেন শাকিব। আর ফাঁকা সময় বেশিরভাগটা কাটায় মার্কিন মুলুকে। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে অলিম্পিক্সে ২০২৮-এ আমেরিকার হয়ে ক্রিকেট খেলতে পারেন শাকিব। তিনি নাকি এবার বাংলাদেশ অধ্যায় ভুলে নতুন করে ক্রিকেটকে কেরিয়ার শুরু করতে চাইছেন।
শাকিবের বোলিং অ্যাকশন নিয়েও বেশ প্রশ্ন দেখা গিয়েছিল। ঠিক করতে হবে তাঁর বোলিং অ্যাকশন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তাঁকে আইসিসির নির্বাসনের মুখে পড়তে হয়েছে। এই মুহূর্তে সেই বিষয়ে কাজ করছেন তিনি। পরামর্শ নিচ্ছেন প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে। প্রতিদিন বল করছেন প্রায় ২০ ওভার করে। এরপর বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারেন বলেও শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে। গ্রুপের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল তারা। সেখানে ছয় উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২২৮ রান তুলেছিল শান্তরা। জবাবে চার উইকেট হারিয়ে ৪৬.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত। বাংলাদেশের পরের ম্যাচ রয়েছে ২৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড।