মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারদের ব্যর্থতার দিনে ভরসা জোগালেন করবিন বোশ। মঙ্গলবার (৬ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে ২২ বলে ২৭ করে রানআউট হন পিএসএলকে বুড়ো আঙুল দেখিয়ে এসে আইপিএলের দল মুম্বইয়ে যোগ দেওয়া তারকা। তাঁর ব্যাটিংয়ের সময়েই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ছক্কা মারার খেসারত দিয়ে তাঁকে মাথায় বোলারের দেওয়া আঘাত পেতে হয়। এই সবটাই ঘটেছে মুম্বইয়ের ইনিংসের ২০তম ওভারে। প্রসিধ কৃষ্ণ ছিলেন বোলার এবং পুরো ঘটনাটি ঘটেছিল তাঁর করা প্রথম তিনটি বলেই।
করবিন বোশের অসাধারণ ছয়
করবিন বোশ তাঁর পাওয়ার হিটিংয়ের জন্য সুপরিচিত। এদিন গুজরাটের বিরুদ্ধে ম্যাচে মুম্বইয়ের ইনিংসের শেষ ওভারে প্রসিধ কৃষ্ণের প্রথম বলে লম্বা ছক্কা মেরেছিলেন করবিন। এই ছক্কাটি স্কোয়ার লেগের দিকে মারেন। এর পর প্রসিধ কৃষ্ণের দ্বিতীয় বলে করবিন বোশ আরও একটি দুর্দান্ত ছক্কা হাঁকান। এই ছক্কাটি নিঃসন্দেহে অসাধারণ ছিল। কারণ তিনি রিভার্স সুইপ মেরেছিলেন। বলটি তাঁর ব্যাটের ধারে লেগে থার্ড ম্যানের উপর দিয়ে চলে যায় ৬ রানের জন্য।
দু'টি ছক্কা মারার পরের বলেই মাথায় আঘাত পান মুম্বই তারকা
প্রসিধ কৃষ্ণের বিখ্যাত ইয়র্কারে করবিন বোশ ছক্কা হাঁকানোর পর রাগে ফুঁসছিলেন গুজরাটের বোলার। এর পর প্রসিধ ম্যাচে অসাধারণ প্রত্যাবর্তন করেন। তিনি তৃতীয় বলটি একটি শক্তিশালী বাউন্সার মারেন, যেটি সোজা গিয়ে করবিন বোশের হেলমেটে লাগে। এই বলে করবিন বোশ বিভ্রান্ত হয়ে পড়েন। খেলাটি কিছুক্ষণের জন্য থামাতে হয়েছিল। তাঁর মাথার চোটের পরীক্ষা করা হয়। তবে মজার বিষয় হল, পরের বলেই তিনি রানআউট হয়ে যান।
আরও পড়ুন: ৪০ কেন ৪৫ বছর পর্যন্ত… ভারতীয় দলে রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন গম্ভীর
১৫তম ওভারেও করবিনকে বল ছুঁড়ে মেরেছিলেন প্রসিধ
মুম্বইয়ের ইনিংসের ১৫তম ওভারেও প্রসিধ বল ছুঁড়ে মেরেছিলেন করবিন বোশকে। সেই ওভারেও প্রসিধ কৃষ্ণই বল করছিলেন। ওভারের দ্বিতীয় বলে, তিনি এমআই অলরাউন্ডারকে একটি ব্যাক-অফ-এ-লেন্থ ডেলিভারি করেন। করবিন বোশ সরাসরি ডিফেন্ড করেন এবং ফাস্ট বোলারের দিকে বলটি ফিরিয়ে দেন। প্রসিধ কৃষ্ণ দ্রুত তার ফলো-থ্রুতে বলটি সংগ্রহ করেন। এর পর হঠাৎ করেই রেগে গিয়ে ব্যাটসম্যানের দিকে বলটি ছুঁড়ে মারেন। ক্রিজের বাইরে থাকা করবিন তাড়াহুড়ো করে ক্রিজে ফিরে আসেন, তবে বলটি সরাসরি তাঁর প্যাডে এসে লাগে। তার পর প্রসিধ তার হাত তুলে বল ছোঁড়ার জন্য ক্ষমা চেয়ে নেন।
মুম্বইয়ের ব্যাটিং ব্যর্থতা
এদিন গুজরাটের বিরুদ্ধে মুম্বইয়ের ব্যাটাররা হতাশাজনকই পারফরম্যান্স করেছেন। ঘরের মাঠ ওয়াংখেড়েতে ম্যাচ ছিল। কিন্তু এই ম্যাচেও মুম্বই নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান করে। এদিন মুম্বইয়ের দুই ওপেনারই রান করতে পারেননি। রায়ান রিকেলটন (২) এবং রোহিত শর্মা (৭) নিরাশ করেন। তিনে নেমে মুম্বইকে আসল অক্সিজেন দেন উইল জ্যাকস। যদিও তাঁর ক্যাচ তিন বার ফেলেছে গুজরাটের দল। তিনি ৩টি ছক্কা এবং ৫টি চারের হাত ধরে করেন ৩৫ বলে ৫৩ রান। সূর্যকুমার যাদব ২৪ বলে ৩৫ করেন। এছাড়া ২২ বলে ২৭ করেন করবিন বোশ। বাকিরা এক অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি।