আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান এখন যে কোনও দেশের প্রিয় প্রতিপক্ষ, সেটা তাদের সাম্প্রতিক পারফর্ম্যান্স দেখলেই বোঝা যায়। তবে তাই বলে পাক বোলারদের নিয়ে এমন ছেলেখেলা করবেন নিউজিল্যান্ডের দুই ওপেনার, এতটাও ভাবা মুশকিল ছিল ক্রিকেটপ্রেমীদের পক্ষে। বিশেষ করে শাহিন আফ্রিদির মতো সুপারস্টার পেসারকে যেভাবে কার্যত ক্লাব পর্যায়ের বোলারে পরিণত করেন টিম সেফার্ত, তা দেখে লজ্জায় মুখ লুকোনোর জায়গা খুঁজবেন পাক সমর্থকরা।
মঙ্গলবার দুনেদিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামে পাকিস্তান। টস হেরে শুরুতে ব্যাট করতে নামেন সলমন আঘারা। বৃষ্টির জন্য ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ১৫ ওভার প্রতি ইনিংসে। পাকিস্তান নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করে।
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি। শাহিন আফ্রিদি ইনিংসের প্রথম ওভারেই মেডেন নেন। ২০২১ সালের পরে ফের পাকিস্তানের কোনও বোলার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ওভারে কোনও রান খরচ না করার কৃতিত্ব অর্জন করেন। শেষবার এমনটা ঘটে ২০২১ সালের ২৬ অক্টোবর। সেবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ইনিংসের প্রথম ওভারে কোনও রান খরচ করেননি শাহিন আফ্রিদি। উল্লেখোগ্য বিষয় হল, সেই ম্যাচেও পাকিস্তান সংগ্রহ করে ১৩৫ রান।
৫ ছক্কায় ইনিংস শুরু নিউজিল্যান্ডের
মঙ্গলবার শাহিন নিজের প্রথম ওভার মেডেন নিলেও তার পরেই ব্যাট হাতে ঝড় তোলেন দুই কিউয়ি ওপেনার টিম সেফার্ত ও ফিন অ্যালেন। দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ আলি। সেই ওভারে ৩টি ছক্কা মারেন ফিন অ্যালেন। তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন শাহিন আফ্রিদি। তবে প্রথম ওভারের খামতি সুদে-আসলে পুষিয়ে নেন সেফার্ত। তৃতীয় ওভারে শাহিনের প্রথম ২টি বলেই পরপর ২টি ছক্কা মারেন তিনি। অর্থাৎ, নিউজিল্যান্ড দলগত ইনিংসের প্রথম ৩০ রান সংগ্রহ করে ৫টি ছক্কার সাহায্যে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এমন নজির নিতান্ত বিরল সন্দেহ নেই।
শাহিন আফ্রিদির এক ওভারে ৪টি ছক্কা
শাহিনের সেই ওভারের চতুর্থ বলে ২ রান নেন সেফার্ত। পঞ্চম ও ষষ্ঠ বলে ফের ২টি ছক্কা হাঁকান তিনি। অর্থাৎ, ইনিংসের তৃতীয় ওভারে আফ্রিদির ৬টি বলে ওঠে যথাক্রমে ৬, ৬, ০, ২, ৬ ও ৬ রান। সাকুল্যে ২৬ রান ওঠে সেই ওভারে।
বিশ্বরেকর্ড হাতছাড়া নিউজিল্যান্ডের
ইনিংসের প্রথম তিন ওভারে মোট ৭টি ছক্কা মারেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। আইসিসির পূর্ণ সদস্য কোনও দেশ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এমন নজির গড়তে পারেনি। যদিও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম ৩ ওভারে সব থেকে বেশি ছক্কা মারার বিশ্বরেকর্ড নয় এটি। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ফিলিপিনসের ব্যাটাররা প্রথম ৩ ওভারে ৮টি ছক্কা মারেন। সেটিই এখনও এই নিরিখে বিশ্বরেকর্ড।