কলকাতা পুরনিগমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তিনটি পদে নিয়োগ হবে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন : West Bengal Government Jobs: একাধিক পদে চলছে নিয়োগ, দেখুন আবেদনের ডিরেক্ট লিঙ্ক
ফিল্ড ওয়ার্কার MHW (গ্রেড III) :
শূন্যপদ - ২১।
শূন্যপদের বিন্যাস - SC - ১২, SC (এক্স-সার্ভিসম্যান) - ১, ST - ৩, ST (এক্স-সার্ভিসম্যান) - ১, OBC-B - ৩ OBC-B (এক্স-সার্ভিসম্যান) - ১।
ফিল্ড ওয়ার্কার SH (গ্রেড III) :
শূন্যপদ - ২।
শূন্যপদের বিন্যাস - SC - ১, ST - ১।
আরও পড়ুন : Central Government Jobs: ৪.৭৫ লাখের বেশি শূন্যপদে শীঘ্রই নিয়োগ, জানাল কেন্দ্র
জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট (গ্রেড III) :
শূন্যপদ - ২।
শূন্যপদের বিন্যাস - অসংরক্ষিত - ১, SC - ১।
আরও পড়ুন : West Bengal Municipality Jobs: পুরনিগমে চাকরি, দেখুন যাবতীয় তথ্য
শিক্ষাগত যোগ্যতা : সরকারের স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস হওয়ার সার্টিফিকেট।
বয়স : ১৮-৪০ (২০২০ সালের ১ জানুয়ারি অনুযায়ী)।
বয়সের ক্ষেত্রে ছাড় (সবকটি পদ) : SC ও ST প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় পাবেন। OBC-A ও OBC-B প্রার্থীদের ক্ষেত্রে তিন বছর সেই ছাড় দেওয়া হবে। অন্যদিকে, বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন ফি :
অসংরক্ষিত ও OBC (A & B) প্রার্থী : ২২০ টাকা (চালান জমা দেওয়ার জন্য ব্যাঙ্কের চার্জ ২০ টাকা)।
SC, ST ও বিশেষভাবে সক্ষম প্রার্থী : ৭০ টাকা (চালান জমা দেওয়ার জন্য ব্যাঙ্কের চার্জ ২০ টাকা)।
আরও পড়ুন : Primary TET notification: শীঘ্রই বেরোচ্ছে প্রাথমিক শিক্ষকের TET বিজ্ঞপ্তি, নিয়োগ ১৫ হাজারের বেশি পদে
আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি :
১) ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সব ব্যাঙ্কে চালান জমা দেওয়া যাবে। অ্যাকাউন্ট নম্বর ০০৮৮০১০৩৬৭৯৩৬।
২) Indiaideas.com Limited (Bill Desk)-এর মাধ্যমে অনলাইনেও ফি জমা দেওয়া যাবে।
আরও পড়ুন : West Bengal Govt Teacher Recruitment: উচ্চমাধ্যমিক পাশে শিক্ষক নিয়োগ, দেখুন যাবতীয় তথ্য
আবেদন প্রক্রিয়া : ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইন আবেদন ও চালান জেনারেশনের শেষ তারিখ - ৭ এপ্রিল, ২০২০।
ব্যাঙ্কে চালান জমা দেওয়ার শেষ তারিখ - ৮ এপ্রিল, ২০২০।
পুরো আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ - ৯ এপ্রিল, ২০২০।