কলকাতা পুরনিগমের অধীনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ইংরেজি, উর্দু ও হিন্দির শিক্ষক নিয়োগ করা হবে। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন : West Bengal Municipality Jobs: পুরনিগমে চাকরি, দেখুন যাবতীয় তথ্য
শিক্ষক (ইংরেজি) :
শূন্যপদ - ১৪৯।
শূন্যপদের বিন্যাস - অসংরক্ষিত - ৬৮, অসংরক্ষিত (এক্স-সার্ভিসম্যান) - ৫, অসংরক্ষিত (বিশেষভাবে সক্ষম) - ৫, SC - ৩১, SC (এক্স-সার্ভিসম্যান) - ২, ST - ৯, OBC-A - ১৫, OBC-B - ১১।
শিক্ষক (হিন্দি) :
শূন্যপদ - ১৯।
শূন্যপদের বিন্যাস - অসংরক্ষিত (ক্রীড়াবিদ) - ১, অসংরক্ষিত (এক্স-সার্ভিসম্যান) - ১, SC - ৭, ST - ৩, OBC-A - ২, OBC-B - ৫।
আরও পড়ুন : Primary TET notification: শীঘ্রই বেরোচ্ছে প্রাথমিক শিক্ষকের TET বিজ্ঞপ্তি, নিয়োগ ১৫ হাজারের বেশি পদে
শিক্ষক (উর্দু) :
শূন্যপদ - ৩৩।
শূন্যপদের বিন্যাস - পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য পৃথক সংরক্ষণ রয়েছে। পুরুষ প্রার্থীদের অসংরক্ষিত (ক্রীড়াবিদ) ও অসংরক্ষিত (এক্স-সার্ভিসম্যান) পদে একজন করে নিয়োগ করা হবে। অন্যদিকে, SC, ST, OBC-A ও OBC-B ক্যাটেগরির জন্য ১২, ৪, ২ ও ৫ টি পদ সংরক্ষিত রয়েছে।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SC ক্যাটেগরিতে পাঁচটি পদ সংরক্ষিত রয়েছে। ST, OBC-A ও অসংরক্ষিত (বিশেষভাবে সক্ষম) প্রার্থীদের জন্য একটি করে পদ সংরক্ষিত আছে।
আরও পড়ুন : রাজ্যে ৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের সুযোগ, চালু অনলাইন রেজিস্ট্রেশন
যোগ্যতা (সব পদ) :
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অধীনে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই) অনুমোদিত এলিমেন্টারি এডুকেশনে দু'বছরের ডিপ্লোমা থাকতে হবে।
অথবা
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অধীনে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে চার বছরের বি.এল.এড কোর্স করতে হবে।
অথবা
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অধীনে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে এডুকেশনে (স্পেশ্যাল এডুকেশন) দু'বছরের ডিপ্লোমা করতে হবে।
অথবা
গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে এলিমেন্টারি এডুকেশনে দু'বছরের ডিপ্লোমা থাকতে হবে।
শুধুমাত্র ইংরেজি শিক্ষকের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পর্যন্ত আবেদনকারী প্রার্থীদের প্রথম পত্র ইংরেজি হতে হবে বা ইংরেজিতে স্নাতক হতে হবে বা ইংরেজিতে স্নাতকোত্তর করতে হবে।
বয়সের ক্ষেত্রে ছাড় (তিনটি পদ) : SC ও ST প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় পাবেন। OBC-A ও OBC-B প্রার্থীদের ক্ষেত্রে তিন বছর সেই ছাড় দেওয়া হবে। অন্যদিকে, বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুন : West Bengal Government Jobs: একাধিক পদে চলছে নিয়োগ, দেখুন আবেদনের ডিরেক্ট লিঙ্ক
আবেদন ফি :
অসংরক্ষিত ও OBC (A & B) প্রার্থী : ২২০ টাকা (চালান জমা দেওয়ার জন্য ব্যাঙ্কের চার্জ ২০ টাকা)।
SC, ST ও বিশেষভাবে সক্ষম প্রার্থী : ৭০ টাকা (চালান জমা দেওয়ার জন্য ব্যাঙ্কের চার্জ ২০ টাকা)।
আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি :
১) ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সব ব্যাঙ্কে চালান জমা দেওয়া যাবে। অ্যাকাউন্ট নম্বর ০০৮৮০১০৩৬৭৯৩৬।
২) Indiaideas.com Limited (Bill Desk)-এর মাধ্যমে অনলাইনেও ফি জমা দেওয়া যাবে।
আরও পড়ুন : West Bengal Govt Teacher Recruitment: শিক্ষক নিয়োগে আমূল পরিবর্তন SSC-র, দেখে নিন নয়া নিয়মগুলি
আবেদন প্রক্রিয়া : ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের গিয়ে আবেদন জানাতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইন আবেদন ও চালান জেনারেশনের শেষ তারিখ - ১৫ এপ্রিল, ২০২০।
ব্যাঙ্কে চালান জমা দেওয়ার শেষ তারিখ - ১৬ এপ্রিল, ২০২০।
পুরো আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ - ১৭ এপ্রিল, ২০২০।