বাংলা নিউজ > হাতে গরম > ফের প্রবল সৌরঝড়ের আশঙ্কা, পৃথিবীর কোথায় কারা কারা বিপদে? জানিয়ে দিল নাসা
সূর্যের গতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে তার মুখ। পৃথিবীর দিকে যেভাবে মুখ করে রয়েছে, তাতে ভয়ের বার্তাই দেখছেন বিজ্ঞানীরা। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, প্রবল সৌর ঝড়ের আশঙ্কা বাড়ছে। সাম্প্রতিককালে পৃথিবী বেশ কয়েকটি সৌর ঝড় চাক্ষুষ করেছে। গবেষকদের কথায়, এই সৌরঝড় যথেষ্ট বড় আকারের হতে পারে।
আরও পড়ুন - আন্তর্জাতিক বুকার পুরস্কারের আর্থিক মূল্য কত? ভারতীয় অঙ্কে কত টাকা পান বিজয়ীরা? চোখ কপালে তোলার মতো অঙ্ক