রাজুদাকে নিয়ে একের পর এক বিতর্ক লেগেই আছে। এর মাঝেই নতুনরকম খাবার পরিবেশন করতে দেখা গেল তাঁকে। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে ফেসবুকে। তাতে দেখা গিয়েছে, রাজুদা ‘মা মাটি মানুষের’ কথা বলে পরোটা বেচছেন। কিন্তু সেই পরোটাগুলি মাটিতে পড়ে যাওয়া পরোটা। ঠিক কী ঘটেছিল?
‘মা মাটি মানুষ…’
ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যুবকের হাতে পরোটা দিচ্ছেন রাজুদা। কিন্তু যুবকটি ঠিকভাবে প্লাস্টিক ব্যাগ না ধরায় পরোটাগুলি মাটিতে পড়ে যায়। একেবারে রাস্তার উপর পড়ে যায় পরোটাগুলি। রাজুদা সেই দেখে বলেন, ‘ও কিছু হবে না। ও মাটি। সব মা মাটি মানুষ আমরা।’ যদিও যুবকের দোষ, কিন্তু রাজুদার এই কথা নিয়েই রীতিমতো ব্যঙ্গ শুরু হয়েছে।
আরও পড়ুন - ‘আমি তো পুরুষমানুষ! দুটো বিয়ে করতেই পারি’ ব্লগারদের অভিযোগ শুনতেই ফেটে পড়লেন রাজুদা, আর কী বললেন HT বাংলাকে
আরও পড়ুন - জায়গা কম পড়ছে রাজুদার? অবলা ঘুমন্ত ২ কুকুরকে লাথি মেরে সরালেন! ভাইরাল ভিডিয়ো দেখে ছি ছি নেটিজেনদের
দেখুন ভিডিয়ো
ভিডিয়োতে রাজুদার এই বক্তব্য শোনার পর রীতিমতো চটে লাল নেটিজেনরা। অনেকে লেখেন, যে পরোটা খেতে দূরদূরান্ত থেকে মানুষরা যায়, তাদের এভাবে মাটিতে পড়া পরোটা খেতে কী করে বলেন রাজুদা? সাধারণত, নিজের পরোটা ও তরকারির নানা গুণগান গেয়ে থাকেন রাজুদা। এই দিনের কথা শোনার পর সেই নিয়েও ব্যঙ্গ করেছেন নেটিজেনরা।