বাংলা নিউজ > হাতে গরম > আন্তর্জাতিক বুকার পুরস্কারের আর্থিক মূল্য কত? ভারতীয় অঙ্কে কত টাকা পান বিজয়ীরা? চোখ কপালে তোলার মতো অঙ্ক
২০২৫ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারে সম্মানিত হলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। মহিলাদের উপর চলে আসা নিপীড়ন ও তাদের দুঃখের কাহিনিই মূলত ফুটে উঠেছে বানুর লেখায়। বানু একাধাারে সমাজকর্মী, আইনজীবী ও লেখিকা। ব্যক্তিগত জীবনেও তিনি নানা ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। ৭৭ বছর বয়সি লেখিকা বুকারে সম্মাননা আর্থিক মূল্য বাবদ ৫০ হাজার পাউন্ড পেয়েছেন।
আরও পড়ুন - বাড়ির অমতে বিয়ে করায় সহ্য করতে হয়েছে হাজার অপমান! বুকারজয়ী লেখিকা বানু মুস্তাকের কাহিনি চোখে জল আনার মতোই
৫০ হাজার পাউন্ড ভারতীয় অঙ্কে প্রায় ৫৭ লাখ টাকার কাছাকাছি। এই বিপুল অঙ্কের টাকাই সাধারণত দেওয়া হয়ে থাকে বুকার পুরস্কারে। এবার সেই আর্থিক মূল্যই তুলে দেওয়া হয়েছে বানু মুস্তাক ও তাঁর বইয়ের অনুবাদিকা দীপা ভাষ্ঠির হাতে।
হাতে গরম খবর