দলের জয়ের জন্য বলির পাঁঠা হতেও রাজি ছিলেন শুভমন গিল। শনিবার সেটা বোঝা গিয়েছে আমদাবাদে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের মাঝেই নিশ্চিত হয়ে যায় যে, লড়াই শেষে ম্যাচ রেফারির রোষের মুখে পড়তে হবে গুজরাট টাইটানসের ক্যাপ্টেনকে। তবে তাতেও বিশেষ বিচলিত দেখায়নি গিলকে। বরং দলের স্বার্থকে নিজের শাস্তির সম্ভাবনার থেকেও এগিয়ে রাখেন শুভমন।
শেষমেশ গুজরাট টাইটানস ম্যাচ জিতে মাঠ ছাড়ে। যদিও দুঃসংবাদ উড়ে আসতে বিশেষ সময় লাগেনি। ম্যাচের শেষেই বিসিসিআইয়ের তরফে গিলকে শাস্তি দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।
শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা শেষ করতে পারেনি গুজরাট টাইটানস। ফলে স্লো ওভার-রেটের দায়ে পড়ে তারা। যে কারণে শাস্তি হয় গুজরাট দলনায়ক শুভমন গিলের। যেহেতু আইপিএলের চলতি মরশুমে এটি টাইটানসের প্রথম ওভার রেট বজায় রাখতে না পারার অপরাধ, তাই ক্যাপ্টেনকে নূন্যতম জরিমানা করেই ছেড়ে দেওয়া হয় এযাত্রায়।
মোটা জরিমানা শুভমন গিলের
চলতি মরশুমে গুজরাট টাইটানসের প্রথমবার আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য ২.২২ ধারা অনুযায়ী শুভমন গিলকে ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পার পেয়ে গিয়েছেন দলের বাকি ক্রিকেটাররা। যদিও ফের এমন ভুল করলে ক্যাপ্টেনের সঙ্গে মাশুল গুনতে হবে প্রথম একাদশের বাদি খেলোয়াড়দেরও। এমনকি শাস্তি হবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা ক্রিকেটারেরও।
আরও পড়ুন:- তিন ম্যাচে বাবরের ০, ১, ২, রিজওয়ানদের ব্যর্থতার দিনে PSL-এ ঝড় তুললেন আবদুল সামাদ
উল্লেখ্য, মরশুমে প্রথমবার নূন্যতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের দায়ে পড়লে সংশ্লিষ্ট দলের কেবল অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। মরশুমে দ্বিতীয়বার স্লো ওভার-রেটের জন্য সংশ্লিষ্ট দলের ক্যাপ্টেনকে ভারতীয় মুদ্রায় ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হয়। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দলের বাকি সব ক্রিকেটারকে ৬ লক্ষ টাকা করে অথবা তাদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ, যেটার পরিমাণ কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়।
গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফলাফল
আমদাবাদে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৩ রান তোলে। করুণ নায়ার ৩১, অক্ষর প্যাটেল ৩৯, ত্রিস্তান স্টাবস ৩১, লোকেশ রাহুল ২৮ ও আশুতোষ শর্মা ৩৭ রান করেন। গুজরাটের প্রসিধ কৃষ্ণা ৪১ রানে ৪ উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৪ রান তুলে ম্যাচ জিতে যায় গুজরাট টাইটানস। ৯৭ রানে অপরাজিত থাকেন জোস বাটলার। ৪৩ রান করেন শেরফান রাদারফোর্ড। ৩৬ রান করেন সাই সুদর্শন। ম্যাচের সেরা হন বাটলার।