আজ ৭ নভেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সদ্য চোখের অস্ত্রোপচার করিয়ে তিনি আমেরিকা থেকে ফিরেছেন। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করে অনেক তৃণমূল কর্মী সমর্থকদের মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল। তাঁর জন্মদিনে রাজ্য জুড়ে বিভিন্ন মন্দির, মসজিদ, মাজারে প্রার্থনা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অভিষেকের জন্মদিন পালন করল তৃণমূল।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের জন্মদিনে ভোরবেলায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুরের কাউন্সিলর সম্রাট তপাদার। এদিন অভিষেকের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মা ভবতারিণীর কাছে তিনি পুজো দেন। পুজো দিয়ে এমনটাই জানান সম্রাট তপাদার। পুজো দিয়ে দরিদ্র ও বিশেষ ভাবে সক্ষমদের মধ্যে প্রসাদ বিতরণ করেন তিনি।
রবিবার রাত ১২ টা বাজতেই অভিষেকের হোয়াটসঅ্যাপে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও উপচে পড়ে জন্মদিনের শুভেচ্ছা। কলকাতায় এদিন তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। কলকাতার পাশাপাশি শহরতলি এবং রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা। এছাড়াও, তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন অভিষেকের জন্মদিন পালন করে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, দার্জিলিং জেলাতে ছাত্র যুবরা প্রিয় নেতার জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি পালন করে। হাসপাতালে কেক, ফল বিতরণ থেকে শুরু করে দুঃস্থদের বস্ত্র বিতরণের কর্মসূচি নেয় তৃণমূল।