এবার খাস কলকাতার রাজপথে বিক্রেতার ছুরির আঘাতে আক্রান্ত হলেন এক ক্রেতা বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। দু’পক্ষের মধ্যে ফলের ঝুড়ি নিয়ে বচসা শুরু হয়। সেটা চরম আকার নেয় যখন বিক্রেতা ছুরি নিয়ে হামলা করে ক্রেতাকে বলে অভিযোগ। এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করেননি। তবে এই ছুরির হামলার ঘটনায় রক্তারক্তি কাণ্ড ঘটে তালতলা থানা এলাকার মেহেদি বাগানে। বিক্রেতার ছুরির আঘাতে আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি ক্রেতা বলে অভিযোগ। তদন্তে নেমে তালতলা থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এই হামলার ঘটনায় আতঙ্কিত ওই এলাকার অন্যান্য ব্যবসায়ীরা।
শনিবার রাতে মেহেদি বাগান এলাকার দুই ব্যবসায়ী মানোয়ার এবং সফি আহমেদ কাজ করছিলেন। মানোয়ার কলা বিক্রেতা। আর সফি আহমেদ তাঁর থেকে রোজ কলা কেনেন। যদিও তিনি নিজেও ব্যবসায়ী। কিন্তু মানোয়ারের ক্রেতা। রোজকার মতোই গতকালও এক ক্রেট কলা মানোয়ারের থেকে কেনেন সফি। তারপর কলাগুলি নিজের জায়গায় নিয়ে ক্রেট ফেরত দেন সফি। আর তখনই দু’জনের মধ্যে তুমুল বচসা বাঁধে। বিক্রেতা মানোয়ারের অভিযোগ, ক্রেতা সফিকে তিনি অক্ষত ক্রেট দিয়েছিলেন। কিন্তু ক্রেতা সফি তাঁকে ভাঙা ক্রেট ফেরত দিয়েছেন। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। যদিও এটা মিথ্যে বলে দাবি ক্রেতা সফির। এই নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন দু’জন তখনই রাগের মাথায় ছুরি দিয়ে মানোয়ার আঘাত করেন সফিকে বলে অভিযোগ। রক্তাক্ত হয় রাজপথ।
আরও পড়ুন: শীতলকুচি কলেজে তৃণমূল ছাত্রনেতার কাছে পিস্তল, বৈঠকেই বেরিয়ে পড়ল দেশি অস্ত্র!