রামপুরহাট কাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই তদন্ত নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। শুক্রবার সাংবাদিক সম্মেলনে শমীক বলেন, ‘আদালতেই প্রমাণ হয়েছে যে সিট তদন্তের নামে অপরাধীদের আড়াল করতে চাইছে, তদন্তে অনেক গাফিলতি রয়েছে, সত্য যাতে উদ্ঘাটিত না হতে পারে সেই চেষ্টায় করেছে সিট।'শমীক ভট্টাচার্যের মতে, ‘এরাজ্যের মানুষ মনে করে সিআইডি বা সিট দিয়ে তদন্ত করা মানে অপরাধীদের আড়াল করা। আনিস খান, ঝালদার কাউন্সিলারের পরিবার তারা সিবিআই তদন্ত চাইছেন। মানুষের সরকারের ওপরে আস্থা নেই। তাই মানুষ সিসবিআই তদন্ত চাইছেন। সিটের মাধ্যমে যে নিরপেক্ষ তদন্ত হতে পারে তা কেউই বিশ্বাস করে না।' প্রসঙ্গত, এতদিন তৃণমূলই বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ এনেছে। রামপুরহাট কাণ্ডের প্রসঙ্গ তুলে এবার তৃণমূলকে আক্রমণ করলেন শমীক। তিনি বলেন, ‘আজ সংখ্যালঘু সমাজকে এটা মনে রাখতে হবে যে তাদেরকে সমাজের মূলস্রোত থেকে পিছিয়ে রাখা হয়েছে। এতদিন পর্যন্ত বিজেপি কর্মীরা খুন হচ্ছিল। এখন মরছে তৃণমূল, মারছে তৃণমূল। মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু। আজ সেই সংখ্যালঘু চাইছে সিবিআই তদন্ত হোক।'অন্যদিকে, আদালতের রায়ের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং অনুব্রত মণ্ডলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলে, ‘আজ তৃণমূলের মুখপাত্রের শরীরী ভাষা এবং অনুব্রতর কথা প্রমাণ করে দিচ্ছে যে এই ঘটনার সঙ্গে শুধু মাত্র আনারুল যুক্ত নেই, শুধু মাত্র ভাদু শেখ জড়িত নেই। গোটা তৃণমূল জড়িত আছে। পুলিশ আধিকারিকদের সরিয়ে রেখে তৃণমূল প্রমাণ ধামাচাপা দিতে চাইছে। এটা সংগঠিত রাজনৈতিক হত্যাকাণ্ডও। এই রাজ্য সরকারের ভবিষ্যতে তদন্ত নিয়ে আর কোনও মন্তব্য করা উচিত নয়।'